কারশি (উজবেকিস্তান), 22 সেপ্টেম্বর : ক্রুশায়েন নরশেভের ঝড়ে লন্ডভন্ড এটিকে মোহনবাগান। এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে উজবেকিস্তানের এফসি নাসাফের বিরুদ্ধে লজ্জার হার সবুজ-মেরুন ৷ ম্যাচের ফল 6-0 ৷ মনে হতে পারে কোনও টেনিস ম্যাচের স্কোরবোর্ড। দর্শকঠাসা স্টেডিয়ামে বড় জয় পেয়ে ফাইনালে উজবেকিস্তানের ক্লাবটি ৷ ফাইনালে এফসি নাসাফের প্রতিপক্ষ হংকংয়ের লি ম্যান।
নরশেভের হ্যাটট্রিক ছাড়া নাসাফের বাকি তিন গোল প্রীতম কোটালের আত্মঘাতী, ব্রজরেভ এবং নারজুলেভের। তিন মিনিটে উজবেকিস্তানের ক্লাব দলটির বাঁ-দিক থেকে নেওয়া কর্নার বিপদমুক্ত করতে গিয়ে কার্ল ম্যাকহিউজের হেড প্রীতম কোটালের পিঠে লেগে গোলে ঢুকে যায়। দ্রুত গোল হজম সবুজ-মেরুন পালকে দিগভ্রান্ত করে দেয়। যা সময় যত গড়িয়েছে ততই ছারখার হয়েছে ৷ 17 মিনিটে ক্রূশায়েন নরশেভের 'গোলযাত্রা' শুরু ৷
17, 24, 31 মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলেন তিনি ৷ 41 মিনিটে এফসি নাসাফ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না-হলে বিরতির আগেই হাফ-ডজন গোল হজম করতে হত এটিকে মোহনবাগানকে ৷ পেনাল্টি থেকে গোল করতে না-পারার আক্ষেপ ব্রজরভ মেটান 45 মিনিটে দলের পাঁচ নম্বর গোলটি করে। আন্তেনিও লোপেজ হাবাস ভারসাম্যের ফুটবলে বিশ্বাস করেন। অথচ এএফসি কাপের শেষ চারের লড়াইয়ে তিনি দল সাজালেন 4-3-3 ছকে। মাঝমাঠে জনি কাউকো চূড়ান্ত ব্যর্থ। ইউরো কাপ খেলে সবুজ-মেরুন জার্সি পড়েছেন তিনি। কিন্তু অভিষেক ম্যাচে নির্ভরতা দিতে ব্যর্থ।