পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আই লিগে ঘুরে দাঁড়াতে ইস্টবেঙ্গলের প্রেরণা এখন ট্রাও FC - ইস্টবেঙ্গল বনাম পঞ্জাব FC

পয়েন্ট তালিকার দশ নম্বরে থাকা ইস্টবেঙ্গলের অবনমন হতে পারে, আশঙ্কা ঘিরে ধরেছে লাল-হলুদ সমর্থকদের মনে ৷ কোচ অবশ্য এই আশঙ্কাকে অমূলক বলছেন ৷

East bengal
ইস্টবেঙ্গল

By

Published : Feb 12, 2020, 9:00 PM IST

Updated : Feb 12, 2020, 9:07 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি : দেওয়ালে প্রায় পিঠ ঠেকে গেছে ৷ তবুও হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ মারিও রিবেরা ৷ আই লিগে এখনও 10টি ম্যাচ খেলা বাকি ৷ লিগ টেবিলে দল যেখানেই থাকুক, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য দলকে উদ্বুদ্ধ করছেন লাল-হলুদ কোচ ৷ এক্ষেত্রে তাঁর অনুপ্রেরণা ট্রাও FC ৷

বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে পঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল ৷ লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ইয়ান ল-য়ের প্রশিক্ষণাধীন পঞ্জাব ৷ খেতাব জয়ের অন্যতম দাবিদার পঞ্জাব ভরপুর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ৷ তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে ঝাঁপাবে তারা ৷ অন্যদিকে বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং লাগাতার পরাজয়ের মুখ দেখা লাল-হলুদের আত্মবিশ্বাস এখন তলানিতে ৷ এই অবস্থায় কোচ মারিও রিবেরা দলকে উদ্ধুদ্ধ করার চেষ্টা করলেন ৷ বুধবার আনসুমানা ক্রোমাকে পাশে বসিয়ে ট্রাও FC-র উদাহরণ টেনে তিনি বলেন, "ট্রাও FC যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে আমাদের পক্ষেও অবস্থার পরিবর্তন সম্ভব ৷" দলের মরিয়া মনোভাবে আশার আলো দেখছেন রিবেরা । কঠিন সময়ে পরিশ্রমই যে একমাত্র বিকল্প তা ফের একবার মনে করিয়ে দিয়েছেন তিনি । অন্যদিকে বেঙ্গালুরু FC-র মিডফিল্ডার ভিক্টর পেরেজ অ্যালোন্সোকে দলে নিল ইস্টবেঙ্গল ৷ কোচ মারিও রিবেরার মতে, এই স্প্যানিশ মিডফিল্ডারের যোগদানে শক্তিশালী হবে দল ৷

ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল

পয়েন্ট তালিকার দশ নম্বরে থাকা ইস্টবেঙ্গলের অবনমন হতে পারে, আশঙ্কা ঘিরে ধরেছে লাল-হলুদ সমর্থকদের মনে ৷ কোচ অবশ্য এই আশঙ্কাকে অমূলক বলছেন ৷ মারিও রিবেরার ঘুরে দাঁড়ানোর বার্তায় আশায় বুক বাঁধছে ইস্টবেঙ্গল সমর্থকরা ৷ তবে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত আগামীকালের ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র দশটি । চোটের কারণে এই ম্যাচে লালরিনডিকা রালতে নেই । তবে পঞ্জাবের বিরুদ্ধে খেলবেন কাশিম আইদারা । ডিপান্ডা ডিকাদের রুখতে ইস্টবেঙ্গল সত্যিই জেগে উঠতে পারে কি না সেটাই এখন দেখার ৷

Last Updated : Feb 12, 2020, 9:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details