পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লিগ খেতাবের কাছে দাঁড়িয়ে নতুন অঙ্ক কষছে ইস্টবেঙ্গল - Calcutta Football league

পয়েন্ট ও গোলপার্থক্য নিয়ে মাথা ঘামাতে রাজি নন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেন্ডেজ় গার্সিয়া । দলকে তরতাজা রাখতে জিম,সাতার ও ভিডিয়ো সেশনে শেষ ম্যাচের প্রস্তুতি সারলেন তিনি ।

ইস্টবেঙ্গল

By

Published : Sep 28, 2019, 5:33 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : ক্লাইম্যাক্সে কলকাতা লিগ । খেতাব কোন দলের তাঁবুতে যাবে তা নিয়ে ময়দানে এখন জল্পনা তুঙ্গে । খেতাবি দৌড়ে বড় দলের রমরমা ভেঙে জোরালো ভাবে উঠে এসেছে পিয়ারলেস । পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গলের সঙ্গে একবিন্দুতে থাকা ছাড়াও গোলপার্থক্যে সবার আগে জহর দাসের ছেলেরা ।

এদিকে পয়েন্ট ও গোলপার্থক্য নিয়ে মাথা ঘামাতে রাজি নন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেন্ডেজ় গার্সিয়া । দলকে তরতাজা রাখতে জিম,সাঁতার ও ভিডিয়ো সেশনে শেষ ম্যাচের প্রস্তুতি সারলেন তিনি । মহমেডানের বিরুদ্ধে জয় এলেও দুটো গোল হজম করতে হয়েছে । কাস্টমসের বিরুদ্ধে রক্ষণের ভুল যাতে না হয় সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন লাল হলুদ কোচ ।

বোরহা ফার্নান্ডেজ়ের চোট । বদলি হিসেবে মাঠে নেমে মেহতাবের সঙ্গে জুটি বেঁধে ভালো খেলেছেন আসির আখতার । তবে কাস্টমসের বিরুদ্ধে ভারতীয় ডিফেন্ডারদ্বয় না কি মার্তি ক্রিসপি ও আসির আখতার জুটি রক্ষণ সামলাবেন তা নিয়ে আলেয়ান্দ্রো ম্যাচের দিন সিদ্ধান্ত নেবেন । কার্ড সমস্যায় কোলাডো ও নওরেম নেই । ফলে গোল করার লোকের খামতি রয়েছে ৷

গোল করার লোকের অভাব লাল-হলুদ হেডস্যারের কপালে ভাঁজ ফেলেছে ৷ মার্কোস গোলে ফিরলেও তাঁর ফর্ম নিয়ে সন্দেহ রয়েছে । বল যোগানোর কাজটা জুয়ান মেরে গঞ্জালেস প্রথম ম্যাচ থেকে দক্ষতার সঙ্গে করে চলেছেন । শেষ ম্যাচে শুধু বল সরাবরাহ নয়, তাঁর স্কোরিং এবিলিটিও দেখতে চাইছেন আলেয়ান্দ্রো ।

ইস্টবেঙ্গল কোচ বলেছেন খেতাবের দৌড়ে তাঁরাই ফেভারিট । নিকটতম প্রতিপক্ষ পিয়ারলেসের ওপর চাপ বাড়াতে লাল হলুদ স্প্যানিশ কোচের বিশেষ কৌশল নিয়েছেন । ইতিমধ্যে ফুটবলারদের কাস্টমস ম্যাচের গুরুত্ব বুঝিয়েছেন । গোলের সুযোগ যাতে নষ্ট না হয় সেই বিষয়ে ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details