কলকাতা, 28 ফেব্রুয়ারি : ট্রাও এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ইস্টবেঙ্গলকে বদলে দিয়েছে । দেরিতে হলেও পয়েন্ট টেবিলে ভদ্রস্থ জায়গায় পৌঁছানো লাল-হলুদ ব্রিগেডের পাখির চোখ, জানালেন মারিও রিবেরা । শনিবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে চার্চিলের বিরুদ্ধে মাঠে নামবেন কোলাডো, মার্কোসরা । আই লিগের প্রথম পর্বের সাক্ষাতে প্লাজার শেষ মিনিটের গোলে বাজি মেরেছিল চার্চিল । এবার ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ ইস্টবেঙ্গলের সামনে । একই সঙ্গে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে আসার সুযোগ ।
পয়েন্ট টেবিলের দিকে তাকাচ্ছি না, মন্তব্য রিবেরার - ইস্টবেঙ্গল-চার্চিল ম্যাচ
কাল চার্চিল ম্যাচ ৷ কী বলছেন রিবেরা ?
18পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল । পয়েন্ট টেবিলের অবস্থান জানা থাকলেও তা নিয়ে চিন্তা করছেন না লাল-হলুদ কোচ । প্রতিটি ম্যাচে যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ তাদের লক্ষ্য । এই ব্যাপারে দলকে সতর্ক করেছেন । প্রতিপক্ষ চার্চিলকে শক্তিশালী এবং ম্যাচটি কঠিন বলছেন ।
কাশিম আইদারা কার্ড সমস্যায় নেই । ফলে ভিক্টর আলেনসোকে শুরু থেকে খেলিয়ে আক্রমণ এবং রক্ষণের ভারসাম্য রাখতে চান । চার্চিলের বিরুদ্ধে পুনরাভিষেক হতে পারে গুরবিন্দার সিংয়ের । তাই চার্চিলের বিরুদ্ধে রক্ষণ জমাট করে দ্রুত গোল করার পরিকল্পনায় মারিও রিবেরা ।