পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে 30 লাখ টাকা, কোরোনা আক্রান্তদের পাশে ইস্টবেঙ্গল - ইস্টবেঙ্গল

মোহনবাগানের 20লাখ টাকা দান করার পরে ইস্টবেঙ্গল অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছে । তবে কোরোনা ভাইরাস পরবর্তী সময়ে ময়দানের সামাজিক মুখ ক্রমেই সামনে আসছে । শনিবার CAB-র ছেষট্টি জন ম্যাচ অবজারভার 2000 টাকা করে মোট দেড় লাখ টাকা মুখ্যমন্ত্রীর স্টেট ইমার্জেন্সি ফান্ডে দান করার সিদ্ধান্ত নিয়েছেন ।

East Bengal
ইস্টবেঙ্গল

By

Published : Mar 29, 2020, 12:02 AM IST

কলকাতা, 28 মার্চ : কোরোনা আক্রান্তদের পাশে সাহায্যের হাত বাড়াল ইস্টবেঙ্গল । আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 30 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ । শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন সামাজিক কাজে ইস্টবেঙ্গল চিরকালই দায়বদ্ধ । সারা বছর জুড়ে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে থাকে শতাব্দী প্রাচীন ক্লাব । তাই বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের প্রভাবে যে অচলাবস্থা শুরু হয়েছে তাতে ইস্টবেঙ্গল সাহায্য করতে দৃঢ়প্রতিজ্ঞ । তাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল । শুধু অর্থ সাহায্য করেই শতাব্দী প্রাচীন ক্লাব থেমে থাকছে না । বর্তমান অবস্থায় খাদ্য দ্রব্য পৌঁছে দেওয়ার কাজও করছে লাল-হলুদ সদস্য সমর্থকরা, এখবরও আজ জানিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ।

মোহনবাগানের 20লাখ টাকা দান করার পরে ইস্টবেঙ্গল অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছে । তবে কোরোনা ভাইরাস পরবর্তী সময়ে ময়দানের সামাজিক মুখ ক্রমেই সামনে আসছে । শনিবার CAB-র ছেষট্টি জন ম্যাচ অবজারভার 2000 টাকা করে মোট দেড় লাখ টাকা মুখ্যমন্ত্রীর স্টেট ইমার্জেন্সি ফান্ডে দান করার সিদ্ধান্ত নিয়েছেন ।

CAB-র 82জন স্কোরার 77420 টাকা দান করছেন । মহমেডান ক্লাবের CAB-র প্রতিনিধি দু’লাখ টাকা ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন । প্রাক্তন মহিলা টেস্ট ক্রিকেটার মিঠু মুখোপাধ্যায় 25000 টাকা দান করার কথা জানিয়েছেন । এরিয়ান ক্লাব দু’লাখ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবে বলে জানা গেছে ৷ বিজয় স্পোর্টস এবং হোয়াইট বর্ডার ক্লাব পঞ্চাশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে । CAB-র মাধ্যমে উত্তর পল্লী মিলন সংঘ, সুবারবর্ন ক্লাব, রেঞ্জার্স ক্লাব 25000 টাকা করে ত্রাণ তহবিলে দিচ্ছে । ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ও কোচবিহার ডিএসএ 10হাজার টাকা করে ত্রাণ তহবিলে দেওয়ার কথা জানিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details