কলকাতা, 12 এপ্রিল : করোনা ভাইরাস শক্তি বাড়িয়ে ফের হানা দিচ্ছে । লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা । ফের লকডাউনের দাওয়াই, না অন্যপথে মোকাবিলা ? তা নিয়ে চলছে আলোচনা । তারই মাঝে কলকাতা ময়দান তার পরিচিত ছন্দে ফেরার চেষ্টা করছে । বিধিনিষেধের কড়া নিয়মের মধ্যে থেকে খেলার আয়োজনের চেষ্টা হয়েছে । ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল কোর্টে বল গড়ানো শুরু হয়েছে । এবার বাংলা নববর্ষের প্রথম দিনে ময়দানে বারপুজোর পালা ৷
সাধারণত বারপুজো ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাব ধুমধামের সঙ্গে করে থাকে । বাকি ক্লাবগুলির মধ্যে ভবানীপুর, ইউনাইটেড স্পোর্টস, খিদিরপুর সহ আরও বেশ কয়েকটি ক্লাব বারপুজো করে । গতবছর লকডাউনের মধ্যে দুই প্রধান বারপুজো করলেও, সমর্থকদের জন্য ক্লাবের মূল ফটক বন্ধ ছিল । এ’বছর দুই ক্লাব তাদের মত করে বারপুজো নিয়ে অবস্থান নিয়েছে । ইস্টবেঙ্গল বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন বারপুজো করছে । সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে লাল হলুদ ক্লাবের বারপুজো ।
তবে করোনার সংক্রমণ বাড়লেও, বারপুজোর দিন ক্লাব সদস্য ও সমর্থকদের জন্য দরজা খোলার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, ‘‘বারপুজো একটা উৎসব । যেখানে ক্লাবের সদস্য ও সমর্থকদের যোগদান থাকে । তাই না করি কি করে । তবে, এবার বিধিনিষেধের কড়াকড়ি থাকবে । মাস্ক এবং স্যানিটাইজার না রাখলে প্রবেশের অনুমতি মিলবে না । আমাদের ক্লাবে জায়গা প্রচুর । তাই দূরত্ববিধি মেনে আয়োজনে অসুবিধা হবে না।’’