ম্যানচেস্টার, 3 সেপ্টেম্বর : ক্লাব বদলের পর জল্পনা তৈরি হয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) হয়তো আর সিআর সেভেন (CR7) থাকবেন না ৷ কারণ ম্য়ান ইউতে যাওয়ার পর তাঁর 7 নং জার্সি পাওয়া নিয়ে সংশয় ছিল ৷ কিন্তু, উরুগুয়ের তারকা স্ট্রাইকার এডিসন কাভানি তাঁর 7 নং জার্সি রোনাল্ডোর জন্য ছেড়ে দিলেন ৷ খোদ ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানানো হয়েছে ৷ এমনকি রোনাল্ডোর নামে 7 নং জার্সি তৈরিও করে ফেলেছে ম্যান ইউ কর্তৃপক্ষ ৷ জার্সিতে 7 নং প্রিন্ট করার ভিডিয়ো পোস্ট করেছে ম্যান ইউ ৷
অন্যদিকে, রোনাল্ডো 7 নং জার্সি পাওয়ায় এডিসন কাভানিকে তাঁর জাতীয় দলের জার্সির নম্বর দেওয়া হচ্ছে ৷ 21 নং লেখা সেই জার্সি ইতিমধ্যে তৈরি করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড ৷ গত সোমবার ম্যানচেস্টারে গিয়ে ক্লাবের সঙ্গে চুক্তি সই করেন রোনাল্ডো ৷ তার পর সেখানে মেডিক্যাল টেস্ট করান ৷ সেই রিপোর্ট আসার পর নিজের পুরনো ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি ৷
আরও পড়ুন : Tokyo Paralympics 2020: প্যারা রাইফেল শুটে জেতা 2টি পদকই দেশবাসীকে উৎসর্গ করলেন অবনী