পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Cristiano Ronaldo : ম্যান ইউ’তে বজায় রইল রোনাল্ডোর ‘সিআর 7’ ব্র্যান্ড - Man U

ব্র্যান্ড সিআর সেভেনকে হারিয়ে যেতে দিল না রেড ডেভিল ম্যানেজমেন্ট ৷ তাই এডিসন কাভানিকে তাঁর জাতীয় দল উরুগুয়ের জার্সি নম্বর 21 দেওয়া হল এবং তাঁর থেকে 7 নং জার্সি নিয়ে রোনাল্ডোর নাম সেখানে তুলে দেওয়া হল ৷ গতকালই ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে এ খবর জানানো হয়েছে ৷

cristiano-ronaldo-remains-cr7-in-manchester-united
ম্যান ইউ’তে বজায় রইল রোনাল্ডোর ‘সিআর 7’ ব্র্যান্ড

By

Published : Sep 3, 2021, 7:28 PM IST

ম্যানচেস্টার, 3 সেপ্টেম্বর : ক্লাব বদলের পর জল্পনা তৈরি হয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) হয়তো আর সিআর সেভেন (CR7) থাকবেন না ৷ কারণ ম্য়ান ইউতে যাওয়ার পর তাঁর 7 নং জার্সি পাওয়া নিয়ে সংশয় ছিল ৷ কিন্তু, উরুগুয়ের তারকা স্ট্রাইকার এডিসন কাভানি তাঁর 7 নং জার্সি রোনাল্ডোর জন্য ছেড়ে দিলেন ৷ খোদ ম্যানচেস্টার ইউনাইটেডের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানানো হয়েছে ৷ এমনকি রোনাল্ডোর নামে 7 নং জার্সি তৈরিও করে ফেলেছে ম্যান ইউ কর্তৃপক্ষ ৷ জার্সিতে 7 নং প্রিন্ট করার ভিডিয়ো পোস্ট করেছে ম্যান ইউ ৷

অন্যদিকে, রোনাল্ডো 7 নং জার্সি পাওয়ায় এডিসন কাভানিকে তাঁর জাতীয় দলের জার্সির নম্বর দেওয়া হচ্ছে ৷ 21 নং লেখা সেই জার্সি ইতিমধ্যে তৈরি করে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড ৷ গত সোমবার ম্যানচেস্টারে গিয়ে ক্লাবের সঙ্গে চুক্তি সই করেন রোনাল্ডো ৷ তার পর সেখানে মেডিক্যাল টেস্ট করান ৷ সেই রিপোর্ট আসার পর নিজের পুরনো ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020: প্যারা রাইফেল শুটে জেতা 2টি পদকই দেশবাসীকে উৎসর্গ করলেন অবনী

তবে, রোনাল্ডোর সিআর সেভেন তকমা বজায় রাখার পিছনে ম্যান ইউ কর্তৃপক্ষের অন্য উদ্দেশ্য দেখছেন সমালোচকরা ৷ তাঁদের মতে, রোনাল্ডোর সিআর 7 ব্র্যান্ডের ব্র্যান্ড ভ্যালু অনেক ৷ সেই ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে ক্লাব কর্তৃপক্ষ আয় করবে না, সেটা তো হতে পারে না ৷ কারণ, ইতালির ক্লাব জুভেন্তাসকে মোটা টাকা ট্রান্সফার ফি দিয়ে ম্যানচেস্টারে আনা হয়েছে ৷ সেই টাকা উসুল তো করবেই রেড ডেভিলস ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন : Argentina vs Venezuela: বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভেনিজুয়েলাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

তবে, কাভানি 21 নং জার্সি পাওয়া আরও সহজ হয়েছে ড্যানিয়েল জেমস ম্যান ইউ ছেড়ে দেওয়ায় ৷ তিনি ম্যান ইউতে 21 নং জার্সি পরে খেলতেন ৷ সেই ড্যানিয়েল লিডস ইউনাইটেডে চলে যাওয়ায় 21 নং জার্সি ফাঁকা ছিল ৷ ফলে কাভানিকে তাঁর জাতীয় দল উরুগুয়ের নম্বর দিতে অসুবিধা হয়নি ক্লাবের ৷ এখন অপেক্ষা রোনাল্ডোকে তাঁর প্রথম ব্যালন ডি’অঁর জেতা ক্লাবের লাল জার্সি পরে মাঠে নামতে দেখার ৷ তবে, তার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মনে করছে ম্যান ইউ তথা সিআর সেভেনের ভক্তকূল ৷

ABOUT THE AUTHOR

...view details