তুরিন, 31 অক্টোবর : অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমর্থকরা । কোরোনা মুক্ত হলেন পর্তুগিজ মহাতারকা । জুভেন্তাসের তরফে এ খবর নিশ্চিত করা হয়েছে । ফলে 9 নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের ম্যাচে লিওনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা ।
কোরোনা মুক্ত CR7, মেসির সঙ্গে দ্বৈরথের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা - Cristiano Ronaldo recovers from coronavirus
এই খবরে হাঁফ ছেড়ে বেঁচেছেন রোনাল্ডো অনুরাগীরা ।
2018 সালে রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর মেসি-রোনাল্ডো দ্বৈরথ থেকে বঞ্চিত ছিল ফুটবল বিশ্ব । চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সেই দ্বৈরথের সম্ভাবনা তৈরি হয়েছে । এবার একই গ্রুপে পড়েছে দুটি দল । কিন্তু ফুটবলপ্রেমীদের হতাশ করে দিয়ে ম্যাচের আগে কোরোনায় আক্রান্ত হন রোনাল্ডো । আশা ছিল, গত বৃহস্পতিবার বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন রোনাল্ডো । কিন্তু শেষমেশ সেই সম্ভাবনায় জল ঢালে রোনাল্ডোর দ্বিতীয় কোরোনা পরীক্ষার ফল । দ্বিতীয়বারও পজ়িটিভ হন তিনি । ফলে দলের প্রাণভোমরাকে ছাড়াই বার্সেলোনার বিরুদ্ধে মাঠে নামতে হয়েছিল জুভেন্তাসকে । স্প্যানিশ জায়ান্টদের বিরুদ্ধে 2-0 গোলে হারের মুখ দেখতে হয় তাদের । সেই ধাক্কার মাঝেই এল সুখবর । কোরোনা মুক্ত হলেন রোনাল্ডো ।
জুভেন্তাসের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "আজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফের কোরোনা পরীক্ষা করা হয় । টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে । 19 দিন পর সেরে উঠলেন তিনি । ফলে তাঁকে আর হোম আইসোলেশনে কাটাতে হবে না ।"