রিও ডি জেনেইরো, 18 জুন : ব্রাজিলের ম্যাচ বলে কথা ৷ ফুটবলের এই কুলীন দেশটি অর্ধেক বাঙালির হৃদয়জুড়ে ৷ তাই অ্যালার্ম সেট করে কষ্ট করে ভোরবেলায় চোখ কচলে উঠে ব্রাজিলের খেলা দেখা মাস্ট ৷ আজ ভোরবেলায় কোপা আমেরিকায় মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ও পেরু ৷ 4-0 গোলে বিপক্ষকে দুরমুশ করে বাঙালির ভোরে ওঠা সার্থক করল সেলেকাওরা ৷ টানা দুটি ম্যাচে গোল করলেন নেইমার ৷ ম্যাচের নায়ক তিনিই ৷
ব্রাজিল শুরুটা করেছিল চ্যাম্পিয়নের মতো ৷ ভেনেজুয়েলার বিরুদ্ধে 3-0 তে দাপুটে জয় পেয়েছিল ৷ পেরুর বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৷ পেরুকে 4-0 গোলে হারিয়ে গ্রুপ এ-র শীর্ষস্থান ধরে রাখল ব্রাজিল ৷ 2 ম্যাচ খেলে দুটিতেই জিতে 6 পয়েন্টে রয়েছে ব্রাজিল ৷ অন্যদিকে গ্রুপের একেবারে শেষে অবস্থান পেরুর ৷
ব্রাজিলের স্কোরারদের তালিকায় নেইমার ছাড়া রয়েছেন অ্যালেক্স স্যান্দ্রো, রিচার্লিসন, রিবেইরো ৷ ম্যাচের 12 মিনিটেই ডেডলক খুলতে সক্ষম হন অ্যালেক্স স্যান্দ্রো ৷ এরপর গোটা ম্যাচে দাপিয়ে বেড়ালেন নেইমাররা ৷ তবে গোলের দেখা না পেলেও হাড্ডাহাড্ডি লড়াই ছুঁড়ে দেয় পেরু ৷ সবুজ হলুদদের গোলদাতাদের মধ্যে অন্যতম এভার্টন রিবেইরো ৷ পেরুর কফিনে শেষ পেরেকটি পোঁতেন রিচার্লিসন ৷ আর মাঝে জাদু ছড়ালেন নেইমার ৷ কোপায় দারুণ ছন্দে দেখা যাচ্ছে তাঁকে ৷