কলকাতা, ২১ ফেব্রুয়ারি : ফুটবলার বা সাপোর্ট স্টাফরাই নয়, কাশ্মীরে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেডারেশনকে অনুরোধ করল ইস্টবেঙ্গল। ২৮ ফেব্রুয়ারি, রিয়াল কাশ্মীরের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে মাঠে নামছে লাল-হলুদ। আইলিগের খেতাবি দৌড়ের অঙ্কে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে, পুলওয়ামার ঘটনার পর উত্তপ্ত উপত্যাকা। তাই খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ইস্টবেঙ্গল।
কাশ্মীরে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ইস্টবেঙ্গল
কাশ্মীরে সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেডারেশনকে অনুরোধ করল ইস্টবেঙ্গল।
নিরাপত্তার নিয়ে প্রশ্ন তুলে কাশ্মীরে খেলতে যায়নি মিনার্ভা পঞ্জাব। রিয়াল কাশ্মীর ম্যাচটিতে ওয়াক ওভার পেলেও বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ইস্টবেঙ্গল খেলতে যাব না বললেও পরিস্থিতির দিকে নজর রাখছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বারবার তুলে ধরে ফেডারেশনের দ্বারস্থ হয়েছে তারা। কাশ্মীরে খেলা দেখতে যাওয়া লাল-হলুদ সমর্থকদেরও নিরাপত্তায় নিয়ে অনুরোধ করা হয়েছে, জানিয়ে কথা ক্লাবের পক্ষ থেকে যে করা হয়েছে তা জানিয়েছেন কোয়েস ইস্টবেঙ্গলের CEO সঞ্জিত সেন।
২৫ ফেব্রুয়ারি, সোমবার আইজল এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। সেই ম্যাচের প্রস্তুতির সঙ্গে শুরু করার পাশাপাশি কাশ্মীর ম্যাচের মাঠের বাইরের প্রস্তুতি চলছে একই সঙ্গে। কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া অবশ্য ধাপে ধাপে এগোনোর কথা বলছেন। আপাতত তাই আইজ়ল FC ম্যাচ ছাড়া অন্য কিছু তাঁর চিন্তাভাবনায় নেই। মাঝমাঠে লালরিনডিকা রালতে ও টনি ডোভালকে নিয়ে আলাদাভাবে ভাবছেন। একইভাবে কার্ড সমস্যায় ছিটকে যাওয়া জনি অ্যাকোস্টারের পরিবর্তে সালাম রঞ্জন সিংকে তৈরি করছেন কোচ। চার্চিল ম্যাচে পয়েন্ট হারানোর খামতি মিটিয়ে ফের জয়ের সরণিতে ফেরাই গার্সিয়ার পাখির চোখ।
TAGGED:
eb success