বেলো হরিজেন্তে, 3 জুলাই : নেইমার নেই । তাতে কী ! প্রিমিয়ার লিগ জয়ী গ্যাব্রিয়েল জেসুস আছেন । চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফারমিনহো আছেন । ইংলিশ ক্লাব ফুটবলে খেলা এই দু'জনের উপর ভর করে সহজে আর্জেন্টিনাকে হারাল ব্রাজ়িল । পৌঁছে গেল কোপা অ্যামেরিকার ফাইানলে । আর আর্জেন্টিনার জার্সিতে ট্রফিহীনই থাকতে হল মেসিকে ।
বেলো হরিজ়েন্তের এস্তাদিও মিনেইরোতে খেলার প্রথমার্ধেই গ্যাব্রিয়েল জেসুসের গোলে 1-0-তে এগিয়ে যায় ব্রাজ়িল । ম্যাচের 19 মিনিটে দানি আলভেসের নিয়ন্ত্রিত পাস খুঁজে পায় ডান প্রান্তে থাকা রবার্তো ফারমিনহোকে । সেখান থেকে ক্রস পৌঁছায় ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের পায়ে । আর জেসুসের পা থেকে আসে ব্রাজ়িলের প্রথম গোল । দ্বিতীয়ার্ধে রবার্তো ফারমিনহোর গোলে 2-0 জয় নিশ্চিত করে ব্রাজ়িল ।