রিও ডি জেনেইরো, 10 জুলাই : ব্রাজিল নাকি আর্জেন্টিনা ৷ মারাকানায় শেষ হাসি হাসবে কে? রবিবার সকালেই মিলবে এর উত্তর ৷ তার আগে ফাইনাল নিয়ে বিশেষজ্ঞদের বিস্তর কাঁটাছেড়া চলছে ৷ কে এগিয়ে, কে পিছিয়ে? পাড়া পাড়ায় দুই দলের অনুরাগীদের মধ্যে চলছে জোর তর্ক ৷ ফাইনালে ব্রাজিলের কাছে ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ রয়েছে ৷ তবে মেসি ও নেইমার সমৃদ্ধ দুটি দলের কাছেই খেতাব জেতার রসদ রয়েছে ৷
কোপায় লিওনেল মেসির আর্জেন্টিনাকে দেখে মনে হচ্ছে 28 বছরের খেতাবের খরা এবার তারা মিটিয়ে ফেলবে ৷ মনে হচ্ছে দলটি মেসি নির্ভরতা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে ৷ মেসি ছাড়াও বাকিরা দলের জয়ে অবদান রাখছেন ৷ অন্যদিকে নেইমার ও গ্যালারিতে সমর্থন ছাড়াই দুবছর আগে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল ৷ সেই দলটির থেকেও দুরন্ত দেখাচ্ছে এবারের ব্রাজিলকে ৷ ব্রাজিল দশম এবং আর্জেন্টিনা কোপার 15তম খেতাব জয়ের জন্য ঝাঁপাবে ৷ দেখা যাক দুটি দলের খেতাব জয়ের কারণগুলি -
মেসি : সেই 2005 সালে জাতীয় দলের অভিষেকের হয়েছিল মেসির ৷ চলতি কোরা আমেরিকায় সেরাটা দিয়ে আসছেন ৷ টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট রয়েছে তাঁর ৷ প্লেমেকারের ভূমিকা ছাড়াও 34 বছরের মেসি মাঠে বেশ স্বস্তিতে রয়েছেন মনে হচ্ছে ৷ অন্তত অতীতের টুর্নামেন্টগুলি বিচার করলে তেমনই মনে হয় ৷
এমিলিয়ানো মার্টিনেজ : আর্জেন্টিনাকে ফাইনালে তুলে নায়ক বনে গিয়েছেন ৷ সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে তিন তিনটি শট বাঁচিয়ে দিয়েছিলেন ৷ আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যা প্রথম ৷ ম্যাচের পর এমির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মেসি ৷ ফাইনালে মহারণেও কি তেকাঠির নিচে এমি শো দেখা যাবে ?
আরও পড়ুন : Copa America final : দশ শতাংশ দর্শকের মধ্যেই মুক্তির স্বাদ খুঁজছে মারাকানা