পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মেসির 700তম গোল, অ্যাটলেটিকোর বিরুদ্ধে ড্রয়ে ধাক্কা বার্সেলোনার - বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ

লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করেছে বার্সেলোনা ৷

লা লিগা
লা লিগা

By

Published : Jul 1, 2020, 11:14 AM IST

বার্সেলোনা, 1 জুলাই: লা লিগায় মঙ্গলবারের অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল বার্সেলোনার জন্য ৷ খেতাবের দৌড়ে টিকে থাকার জন্য ম্যাচটা জিততেই হত ৷ কিন্তু দিয়েগো সিমিওনের দলের বিরুদ্ধে ড্র করে খেতাব জয়ের পথটা কঠিন করে ফেলল স্প্যানিশ জায়ান্টরা ৷ 2 পয়েন্ট খুইয়ে তালিকার শীর্ষস্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে এখনও এক পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা ৷ কোচ ও খেলোয়াড়দের মনোমালিন্য সহ নানা সমস্যায় জর্জরিত বার্সেলোনার হতাশা বাড়িয়েছে ক্যাম্প ন্যু-র 2-2 গোলে ড্রয়ের ম্যাচ ৷

দল পয়েন্ট খোয়ালেও শেষ পর্যন্ত 700 গোলের মাইলফলক গড়তে পেরেছেন লিওনেল মেসি ৷ 699টি গোল নিয়েই চারটি ম্যাচ কাটিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা ৷ ক্লাব ও আন্তর্জাতিক কেরিয়ার মিলিয়ে এই মাইলস্টোন গড়েছেন তিনি ৷ বার্সার হয়ে তাঁর গোল সংখ্যা 728 ম্যাচে 630 ৷ বাকি গোল করেছেন আর্জেন্টিনার হয়ে ৷ যদিও মেসির কেরিয়ারের স্মরণীয় এই রাত বার্সেলোনার সমর্থকদের জন্য মনের মতো হয়নি ৷ প্রথমার্ধে বার পাঁচেক অ্যাটলেটিকোর গোলে শট নিয়েও ব্যর্থ হন ৷ দ্বিতীয়ার্ধে গোল পেলেও দলকে জেতাতে পারেননি ৷ একইসঙ্গে তাদের খেতাব জয়ের স্বপ্নটাও ধূসর হতে শুরু করেছে ৷

বার্সা দুর্গে 3 পেনাল্টির এই ম্যাচে অ্যাটলোটিকো মাদ্রিদের পাওয়া শেষ পেনাল্টিটাই ম্যাচের ভাগ্য গড়ে দেয় ৷ 50 মিনিটে পেনাল্টি থেকে মেসি গোল করার আগে দিয়েগো কস্তার আত্মঘাতী গোলে এগিয়ে গেছিল কাতালানরা ৷ কিন্তু লিড ধরে রাখতে পারেনি ৷ বক্সের মধ্যে ইয়ানিক কারাস্কোকে ফাউল করে বসায় পেনাল্টি পায় সিমিওনের দল ৷ গোল করে দলকে সমতায় ফেরান মিডিও সাউল নিগুয়েজ ৷ দ্বিতীয়ার্ধেও গোল করে মেসিদের হতাশা বাড়ান সাউল ৷

কোচ কিকে সেতিয়েনকে নিয়ে দলের খেলোয়াড়দের সমস্যার কথা আগেই শোনা গেছে ৷ এই ম্যাচে সেতিয়েনের কিছু সিদ্ধান্ত আবারও প্রশ্নের মুখে ফেলেছে তাঁকে ৷ খেতাব জিততে না পারলে সেতিয়েনের বিদায় এমনিতেই পাকা ৷ তার আগে নিজের জায়গাটা আরও নড়বড়ে করে ফেললেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details