পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আমফান এবং বিশ্বকাপের ধাক্কায় স্টেডিয়াম চিন্তায় ATK

ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা কম । ওই সময় ভারতে মেয়েদের অনূর্ধ্ব-17 বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে জোরকদমে । সাধারণত একমাস আগে থেকে সংশ্লিষ্ট মাঠের দায়িত্ব নিয়ে নেয় FIFA । ফলে ওই সময় ISL এবং আইলিগের খেলা সংশ্লিষ্ট স্টেডিয়ামে করা সম্ভব হবে না ।

ATK will face stadium problem due to Amphan and u-17 women world cup
ATK will face stadium problem due to Amphan and u-17 women world cup

By

Published : May 23, 2020, 8:49 PM IST

কলকাতা, 23 মে: একদিকে অনূর্ধ্ব-17 বিশ্বকাপ অন্যদিকে আমফানের দাপট-এই দুইয়ে হোমগ্রাউন্ড নিয়ে সমস্যায় পড়েছে ATK । কোরোনার দাপটে ডিসেম্বরের আগে ISL-এর বল গড়ানো সম্ভব নয় । এদিকে সেইসময়ই শুরু হয়ে যাবে অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপের প্রস্তুতি । টুর্নামেন্টের একমাস আগে থেকেই স্টেডিয়াম নিজেদের দখলে নেবে FIFA । ফলে হোমগ্রাউন্ড হিসেবে যুবভারতীয় ক্রীড়াঙ্গনকে হয়তো পাবে না ATK । তার উপর আমফানের দাপটে যুবভারতী স্টেডিয়ামের বেশ ক্ষতি হয়েছে । সবমিলিয়ে মাঠ সমস্যায় ভুগছে ISL-এ কলকাতার ফ্র্যাঞ্চাইজ়িটি ।

কোরোনা ভাইরাসের জেরে বন্ধ থাকা ক্রীড়াঙ্গন কবে খুলবে তা অজানা । চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দিন ঘোষিত হলেও ফুটবল নিয়মিতভাবে শুরু হয়েছে বলা যাবে না । এই অবস্থায় নতুনভাবে ভারতে অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপের দিন ঘোষণা করেছে FIFA। ছেলেদের অনূর্ধ্ব-17 বিশ্বকাপ দারুণভাবে আয়োজন করার পর মেয়েদের বিশ্বকাপও একই মান বজায় রেখে আয়োজন করতে চায় ভারতীয় ফুটবল ফেডারেশন । প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল ইতিমধ্যে এই ব্যাপারে সর্বতোভাবে মাঠে নামার কথা বলেছেন । কিন্তু লকডাউন না উঠলে মাঠে নেমে হাতে কলমে কাজ করা সম্ভব নয় । এই অবস্থায় ভারতীয় ফুটবল ক্যালেন্ডার পুর্নগঠনের ঝক্কি রয়েছে । বিশেষ করে ISL এবং আইলিগ আয়োজন করতে হবে । ঘরোয়া এবং আর্ন্তজাতিক টুর্নামেন্টের ঝক্কি সামলাতে গিয়ে এখন ত্রাহি অবস্থা ফেডারেশনের ।

উড়ে গেছে স্টেডিয়ামের চাল

সেপ্টেম্বর থেকে যদি মাঠে বল গড়ানোর অনুমতি মেলে তাহলে ক্লাবগুলোকে প্রস্তুতি নেওয়ার সময় দিতে হবে । সেক্ষেত্রে ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা কম । ওই সময় ভারতে মেয়েদের অনূর্ধ্ব-17 বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে যাবে জোরকদমে । সাধারণত একমাস আগে থেকে সংশ্লিষ্ট মাঠের দায়িত্ব নিয়ে নেয় FIFA । ফলে ওই সময় ISL এবং আইলিগের খেলা সংশ্লিষ্ট স্টেডিয়ামে করা সম্ভব হবে না । আর এই নিয়মের ফলে অসুবিধায় পড়েছে ATK । কারণ ISL-এ হাবাসের দলের হোমগ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গন । কিন্তু এবার অন্তত 7 মার্চ পর্যন্ত স্টেডিয়াম পাওয়া সম্ভব নয় । এই অবস্থায় রবীন্দ্রসরোবর স্টেডিয়াম বিকল্প হতে পারত । এর আগেও ATK রবীন্দ্র সরোবরে খেলেছে । কিন্তু পরিবেশ আন্দোলনকারীরা নৈশালোকে রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের বিপক্ষে । এই অবস্থায় কিশোরভারতী স্টেডিয়াম ATK-র হোমগ্রাউন্ড হতে পারে । ATK-র আধিকারিকরা নাকি ইতিমধ্যেই কিশোরভারতী স্টেডিয়াম দেখে এসেছেন । কিশোরভারতী স্টেডিয়ামকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে । ফলে ATK যদি যুবভারতী ক্রীড়াঙ্গনের বিকল্প হিসেবে কিশোরভারতী স্টেডিয়ামকে বেছে নেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না । নতুন মরশুমে ATK-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মোহনবাগান । ফলে বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতি প্রতিটি ম্যাচে থাকবে । এই অবস্থায় নৈশালোকের সুবিধা সম্পন্ন মোহনবাগান মাঠকেও ভাবনায় রাখা হচ্ছে । সেক্ষেত্রে ড্রেসিংরুমের উন্নতি করা ছাড়া সামান্য কিছু সংস্কার করলে অনেক সমস্যা সমাধান হবে । জুলাই মাসে ATK-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিংয়ে বিষয়টি আলোচনা হতে পারে ।
এরইমধ্যে আমফান সাইক্লোনের ধাক্কা চিন্তা বাড়িয়েছে কলকাতার । কারণ সাইক্লোনের দাপটে যুবভারতী ক্রীড়াঙ্গন ক্ষতিগ্রস্ত । প্র্যাকটিস গ্রাউন্ডের বাতিস্তম্ভ ভেঙে পড়েছে । স্টেডিয়ামের চাল উড়ে গেছে । প্রেসবক্সের কাচ ভেঙেছে । রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সরেজমিনে অবস্থা পরিদর্শন করেছেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত মেরামতির কথাও বলেছেন । এখন দেখার মেয়েদের বিশ্বকাপ, ISL এবং আইলিগের সূচির ব্যস্ততা কীভাবে সামাল দেওয়া যাবে । পাশাপাশি হোমগ্রাউন্ড খুঁজতে কী সিদ্ধান্ত নেয় ATK সেটাও দেখার ।

ABOUT THE AUTHOR

...view details