কলকাতা, 17 ডিসেম্বর : মিশন এফসি গোয়া সফলভাবে শেষ করার পরে এবার সামনে সুনীল ছেত্রীর বেঙ্গালেরু এফসি । জয়ের সরণিতে প্রত্যাবর্তনের পরে এটিকে-মোহনবাগান পুরো দলটা আত্মবিশ্বাসে ফুটছে। ইতিমধ্যে কোচ আন্তেনিও লোপেজ হাবাস দলের দুই স্ট্রাইকার রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসের প্রশংসা করেছেন। গোয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পাওয়ার নেপথ্যে শুধু পেনাল্টি থেকে ফিজিয়ান স্ট্রাইকারের গোল যথেষ্ট ছিল না। বারের তলায় গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের দুরন্ত ফুটবলকে কৃতিত্ব দিতে হবে ।
বেঙ্গালেরু এফসির বিরুদ্ধে নামার আগে সবুজ মেরুন দূর্গের শেষ প্রহরী অরিন্দম বলছেন, শেষ মুহূর্তে নিশ্চিত গোল বাচানোর জন্য অনেকেই কৃতিত্ব দিচ্ছেন। বিষয়টি ভালো লাগলেও ভুললে চলবে না একজন গোলরক্ষকের কাজ গোলরক্ষা করা। তবে এফসি গোয়ার মত শক্তিশালী দলের বিরুদ্ধে জয় পাওয়া যে পরের ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়াবে ।
এবার চ্যালেঞ্জ সুনীল ছেত্রীকে থামানো। বেঙ্গালেরু এফসির অধিনায়ক এখনও পর্যন্ত নজরকাড়া পারফরম্যান্স করেননি। তার দলকেও গত বছরের মত শক্তিশালী মনে হয়নি। তা সত্ত্বেও অরিন্দম বলছেন,"ওদের হালকাভাবে নেওয়ার কোনও কারণ নেই। তবে আমরা যে ফুটবল খেলছি তা বজায় রেখে রক্ষণ অটুট রাখতে পারলে জয় পেতে সমস্যা হবে না।"