কলকাতা, 4 অগস্ট : করোনা প্যানডেমিকের কারণের জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল খেলাধুলো এবং অনুশীলন ৷ অবশেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই অবশেষে অনুশীলনে নেমে পড়লেন রয় কৃষ্ণ। এটিকে মোহনবাগানের ফিজিয়ান স্ট্রাইকার চব্বিশ ঘণ্টা আগে কলকাতায় পা দিয়েছেন । মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেন তিনি । কড়া বিধিনিষেধ শিথিল হতেই কোচ আন্তেনিও লোপেজ হাবাস সপ্তাহখানেক আগেই দল নিয়ে মাঠে নেমে পড়েছেন । আর তার কয়েকদিন পরেই ফিজিয়ান স্ট্রাইকার যোগ দিলেন অনুশীলনে ।
মাঝের কিছুটা সময়ে করোনা পরিস্থিতির কথা বিচার করে এবং হাবাসের কোচিং নিতে এবং এএফসি কাপে খেলার সুযোগের কথা চিন্তা করেই ফের সবুজ-মেরুন জার্সি পড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি । ইউরো খেলে সরাসরি এটিকে মোহনবাগানে যোগ দেওয়া ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোও প্রথম দিন থেকে অনুশীলনে যোগ দেন । গত মরসুমের সেরা বিদেশি খেলোয়াড় হুগো বুমোস ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন ।