পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সঠিক জায়গায় সঠিক লোক নিয়োগ করতে হবে, এটিকে মোহনবাগান নিয়ে পরামর্শ বাইচুঙের - এটিকে মোহনবাগান

আজই এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের প্রথম বোর্ড মিটিং হয় ৷ সেখানে মোহনবাগানের ঐতিহ্য়ের কথা মাথায় রেখে নতুন দলের জার্সির রং সবুজ-মেরুন রাখার কথা জানানো হয় ৷ এছাড়া লোগোতে থাকছে পালতোলা নৌকা ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বাইচুং ভুটিয়া ।

image
বাইচুং

By

Published : Jul 10, 2020, 10:28 PM IST

কলকাতা, 10 জুলাই : মোহনবাগানের ঐতিহ্যের কথা মাথায় রেখে এটিকে মোহনবাগানের জার্সি সবুজ-মেরুন কারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বাইচুং ভুটিয়া ৷ কোনও প্রতিকূলতা ছাড়াই সুষ্ঠুভাবে নতুন দলকে চালাতে অবশ্যই বিশেষজ্ঞদের নিয়োগ করতে হবে বলে মত ভুটিয়ার ৷

বাইচুং যদিও ইস্টবেঙ্গল ও কোয়েসের সংযুক্তির কথা উল্লেখ করেন ৷ ইস্টবেঙ্গলের 70 শতাংশ শেয়ার কোয়েসের হাতে ছিল ৷ কিন্তু তাতেও মাঝপথে চুক্তি ছেড়ে বেরিয়ে যায় কোয়েস ৷ বর্তমানে কোয়েসের হাতেই ইস্টবেঙ্গলের স্পোর্টিং সত্ব আছে ৷

এক সংবাদসংস্থাকে বাইচুং বলেন, ‘‘এখন বর্তমানে এটিকে মোহনবাগানকে গুরুত্বপূর্ণ লোক নিয়োগ করতে হবে ৷ যদি বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরা যদি খেলায় বা ম্যানেজম্যান্টে নিজেদের নিয়োগ করেন তাহলে তা খেলায় প্রভাব পড়ে ৷ এটিকে মোহনবাগান প্রথম পদক্ষেপ করেছে ৷ এবার তাদের পেশাদার হতে হবে ৷ টিম ম্যানেজমেন্টকে দল চালাতে দিতে হবে ৷ আমার মনে হয় মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা ব্যপারটা বুঝবেন ৷ একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি জানেন সঠিক জায়গায় সঠিক লোকের দরকার হয় ৷’’

আজই এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের প্রথম বোর্ড মিটিং হয় ৷ সেখানে মোহনবাগানের ঐতিহ্য়ের কথা মাথায় রেখে নতুন দলের জার্সির রং সবুজ-মেরুন রাখার কথা জানানো হয় ৷ এছাড়া লোগোতে থাকছে পালতোলা নৌকা ৷ মোহনবাগানের হয়ে খেলা এই স্ট্রাইকার বলছেন, এটিকে মোহনবাগান তাদের প্রথম পদক্ষেপ করেছে ৷ এবার কীভাবে ফ্যানের কাছে পৌঁছানো যায় সেটা ক্লাবকে ভাবতে হবে ৷ যদিও দলের নাম পরিবর্তন মোহনবাগানের সদস্য সমর্থকরা ভালোভাবে নেবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাইচুং ৷ তিনি বলেন, ‘‘আমি জানি না সমর্থকরা এটাকে কীভাবে নেবেন ৷ তবে জার্সির রং সবুজ-মেরুন রাখায় তাঁরা খুশি হয়েছেন ৷ ’’

ABOUT THE AUTHOR

...view details