পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ছুটির মেজাজে এটিকে মোহনবাগানের খেলোয়াড়রা - মাছ ধরছেন শেখ সাহিল

দেশে ফিরে গিয়েছেন রয় কৃষ্ণ। তাঁকে কোয়ারানটিনে থাকতে হচ্ছে । বাকি বিদেশিদের একই অবস্থায় পড়তে হয়েছে । নতুন মরশুমে আইএসএলে বিদেশি ফুটবলারের সংখ্যা কমছে । ফলে পুরানো দলে জায়গা পাওয়া নিয়ে একটা টেনশন থেকে যাচ্ছে ।

জঙ্গল সাফারিতে প্রণয়
জঙ্গল সাফারিতে প্রণয়

By

Published : Mar 21, 2021, 10:50 PM IST

কলকাতা, 21 মার্চ : জৈব বলয়ের কড়া বিধিনিষেধ মেনে ফুটবল খেলার ঝক্কি শেষ । আইএসএল শেষ হতেই তাই ফুটবলাররা নিজের মতো করে সময় কাটাচ্ছেন । বিশেষ করে এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসির ফুটবলাররা সবচেয়ে বেশি দিন জৈব বলয়ে ছিলেন । কারণ এই দুটো দলই ফাইনালে মুখোমুখি হয়েছিল ।

দেশে ফিরে গিয়েছেন রয় কৃষ্ণ। তাঁকে কোয়ারানটিনে থাকতে হচ্ছে । বাকি বিদেশিদের একই অবস্থায় পড়তে হয়েছে । নতুন মরশুমে আইএসএলে বিদেশি ফুটবলারের সংখ্যা কমছে । ফলে পুরানো দলে জায়গা পাওয়া নিয়ে একটা টেনশন থেকে যাচ্ছে ।

ছুটি কাটাচ্ছেন প্রণয়
এটিকে মোহনবাগানের ভারতীয় ফুটবলাররা নিজের মতো করে সময় কাটাচ্ছেন । শেখ সাহিল ব্যারাকপুরের বাড়িতে ফিরে গ্রামের পুকুরে মাছ ধরছেন । ধরা মাছ একটি পাত্রে রেখে তা সোশাল মিডিয়ায় পোস্টও করছেন তিনি । এছাড়া হালকা শরীর চর্চায় ফিটনেসের প্রাথমিক পাঠও সেরে রাখছেন। ফাইনালে পরাজয় এটিকে মোহনবাগানকে আইএসএল ট্রফি জিততে দেয়নি । পরাজয়ের ধাক্কায় কোচ আন্তেনিও লোপেজ হাবাস থেকে ফুটবলাররা কার্যত ভেঙে পড়েছিলেন।

আরও পড়ুনঃ- বিরাট থেকে রোহিত, টি-20 সিরিজ়ে রেকর্ডের ছড়াছড়ি



শহরে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অরিন্দম ভট্টাচার্য, প্রবীর দাসরা। প্রণয় হালদার গাড়ি নিয়ে ডুয়ার্সের জঙ্গলে চলে গিয়েছেন। সেখানে প্রকৃতি পরিবেশ খোলা হাওয়ায় যাবতীয় টেনশন দূর করে নতুন মরশুমের জন্য তৈরি হচ্ছেন। আইএসএল শেষ । জৈব বলয়ের কড়া নিয়ম সরিয়ে এটিকে মোহনবাগানের ফুটবলাররা এখন ছুটির আনন্দে।

ABOUT THE AUTHOR

...view details