পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রাখে কৃষ্ণ, সবুজ-মেরুনকে মারে কে ? - রয় কৃষ্ণ চলতি আইএসএলে তাঁর 13নম্বর গোলটি করে ফেললেন

85 মিনিটে ডেভিড উইলিয়ামসের নিরীহ পাসকে অসাধারণ তৎপরতায় জালে পাঠিয়ে রয় কৃষ্ণ চলতি আইএসএলে তাঁর 13নম্বর গোলটি (1-0) করে ফেললেন। জামশেদপুর এফসির বিরুদ্ধে 1-0 গোলে জিতে একনম্বরে পৌঁছানোর লড়াইয়ে জাঁকিয়ে বসল এটিকে-মোহনবাগান ।

রয় কৃষ্ণ
রয় কৃষ্ণ

By

Published : Feb 14, 2021, 10:04 PM IST

পানাজি, 14 ফেব্রুয়ারি : গোল এবং অসাধারণ গোলরক্ষা রবিবাসরীয় ম্যাচের সেরা প্রাপ্তি । 79 মিনিটে বাঁদিক থেকে ভেসে আসা বলে পরিবর্ত হিসেবে মাঠে নামা ভালকিসের জোরালো হেড অবিশ্বাস্য দক্ষতায় একহাতে বাঁচান এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য । এই দুরন্ত গোলরক্ষায় তিনি বোঝালেন কেন গোল্ডেন গ্লাভসের দৌড়ে অন্যদের থেকে বেশ কিছুটা এগিয়ে । অন্যদিকে ফের দুরন্ত গোল রয় কৃষ্ণর ৷

85 মিনিটে ডেভিড উইলিয়ামসের নিরীহ পাসকে অসাধারণ তৎপরতায় জালে পাঠিয়ে রয় কৃষ্ণ চলতি আইএসএলে তাঁর 13নম্বর গোলটি (1-0) করে ফেললেন। জামশেদপুর এফসির বিরুদ্ধে 1-0গোলে জিতে একনম্বরে পৌঁছানোর লড়াইয়ে জাঁকিয়ে বসল এটিকে-মোহনবাগান । গত মরশুমে রয় কৃষ্ণের গোল সংখ্যা ছিল 15 । চলতি আইএসএলে ইতিমধ্যে 13টি গোল করে ফেললেন সবুজ মেরুনের ফিজিয়ান স্ট্রাইকার। ফ্যানওয়ালে মিসেস রয় কৃষ্ণের ছবি দেখা যাচ্ছিল । বিশ্ব প্রেম দিবসে তাঁকে দুরন্ত গোল উপহার দিলেন সবুজ মেরুনের গোল মেশিন । ফুটবল ম্যানুয়াল থেকে তুলে আনা রয় কৃষ্ণের গোল দেখালো বল জালে পাঠাতে শক্তি নয়, সময় জ্ঞান এবং সঠিক প্লেসিং জরুরি । ম্যাচের সেরা তাই স্বাভাবিকভাবেই তিনি।

ডার্বির আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচ। প্লে অফে জায়গা পাকা হলেও আন্তেনিও লোপেজ হাবাস তাই শেষপর্যন্ত রদবদলের রাস্তায় হাঁটেননি । একই সঙ্গে জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচটি ছিল বদলার । তাছাড়া জয়ের অভ্যাস বজায় রাখার নির্দেশ ছিল । দিনের শেষে এটিকে মোহনবাগানের লক্ষ্য পূরণ ।
অন্যদিকে প্লে অফের লড়াইয়ে ফিরতে জামশেদপুর এফসির কাছে জয় পাওয়া জরুরি ছিল । দিনের শেষে তাদের সেই আশায় জল ঢাললেন রয় কৃষ্ণ ।

রক্ষণ জমাট করে খেলতে নেমেছিল দুই দল। হাবাস আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাস করেন । তবে তার থেকেও জোর দেন আক্রমণ এবং রক্ষণের ভারসাম্যে। মাঝমাঠে লেনি এবং ম্যাকহিউজ প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি । একই কথা বলা যায় মার্সেলিনহোর সম্বন্ধেও । তা সত্ত্বেও খেলার রাশ আলগা হয়নি ৷ কারণ সবুজ মেরুন রক্ষণের দুরন্ত ফুটবল এবং ডেভিড উইলিয়ামসের ভালো খেলা । অন্যদিকে সবুজ মেরুন আক্রমণকে ডানা মেলতে না দেওয়ার কৃতিত্ব জামশেদপুর এফসির ডিফেন্ডারদের প্রাপ্য । তা সত্ত্বেও তারা পরাজিত । কারণ রয় কৃষ্ণ ।

আরও পড়ুন : হৃদমাঝারে... বাইশ গজ ছাড়িয়ে

পুরো 90 মিনিট প্রতিপক্ষের পায়ের জঙ্গলে সেভাবে সুবিধা করতে পারছিলেন না । কিন্তু একটা ছোটো সুযোগে শিকারি বিড়ালের ক্ষিপ্রতায় গোলের দরজা খুলে ফেললেন । তাই কৃষ্ণ যখন হাবাসের সহায় তখন জয়ের অভ্যাস গড়ে তোলা সহজ । ডার্বির আগে এই জয় এটিকে মোহনবাগানকে শুধু শীর্ষে পৌঁছে দিল না, প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগালো ।

ABOUT THE AUTHOR

...view details