পানাজি, 28 ডিসেম্বর : ফের জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এটিকে-মোহনবাগান । মঙ্গলবার আন্তেনিও লোপেজ হাবাসের দলের প্রতিপক্ষ চেন্নায়িন এফসি ।
দুবারের আইএসএল চ্যাম্পিয়নরা চলতি আইএসএলে সেভাবে ছন্দে নেই । এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও তারা জিততে পারেনি । তাছাড়া ব্যস্ত সূচির ক্লান্তি রয়েছে । প্রতিপক্ষের বেকায়দা অবস্থা নিয়ে আত্মতুষ্ট হওয়ার পরিবর্তে আরও বেশি সতর্ক ও সমীহ সবুজ মেরুন শিবিরে । কোচ হাবাস বলছেন, "আমার দলে কোনও আত্মতুষ্টি নেই । আমাদের অনেক দূর যেতে হবে । সেভাবেই তৈরি হচ্ছি । চেন্নায়িনের বিরুদ্ধে জয় তুলে নেওয়াই আমাদের লক্ষ্য ।"
দলে চোট আঘাতের সমস্যা নেই । ভারতীয় এবং বিদেশি ফুটবলাররা সকলেই চোট সারিয়ে মাঠে দৌড়চ্ছেন দেখে এটিকে-মোহনবাগান কোচ খুশি । তাই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা একাদশে বদলের ইঙ্গিত নেই । ফলে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস এবং মনবীর তিন স্ট্রাইকারে ভর দিয়ে চেন্নাইয়িনের বিরুদ্ধে জয় পাওয়ার জন্য ঝাঁপাতে চাইছে তিনবারের আইএসএল চ্যাম্পিয়নরা ।
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম মিনিট থেকে প্রেসিং ফুটবলে ভর দিয়ে ম্যাচের রাশ তুলে নিয়েছিলেন রয় কৃষ্ণরা । প্রতিপক্ষকে প্রথম থেকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার পরিকল্পনা থাকলেও হাবাস বলছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে । কারণ বেঙ্গালুরু এফসি এবং চেন্নায়িনের খেলার ধরন আলাদা । আইএসএলে প্রথমবার এটিকে-মোহনবাগান বিরতির আগে গোল করেছে । দ্রুত গোল পাওয়া যে কোনও দলের লক্ষ্য থাকে । তাঁর কথায়, "দ্রুত গোল পাওয়ার একটা চেষ্টা থাকবে । তবে তা বাস্তবায়িত হবেই বলা যায় না । কারণ, প্রতিপক্ষ নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামে ।"