কলকাতা, 13 এপ্রিল : এএফসি কাপের প্রস্তুতি শুরু করতে চলেছে এটিকে-মোহনবাগান । কলকাতায় দুই সপ্তাহের শিবির করবেন কোচ আন্তেনিও লোপেজ হাবাস ।
গোয়ায় আইএসএল শেষ হওয়ার পর দলকে ছুটি দিয়েছিলেন স্প্যানিশ কোচ । তখনই এএফসি কাপের প্রস্তুতির জন্য এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে অনুশীলন শুরু কথা বলেছিলেন তিনি । ফলে 19 মার্চ আইএসএল ফাইনাল খেলার পরে সবুজ মেরুন শিবির একমাস সাতদিন পরে মাঠে ফিরছে । মালদ্বীপে তিন ম্যাচে এএফসি কাপে খেলতে হবে এটিকে মোহনবাগানকে । আন্তেনিও লোপেজ হাবাস 25 এপ্রিল শহরে পা দিচ্ছেন ।
ইতিমধ্যেই কোভিড বিধিনিষেধ মেনে এটিকে মোহনবাগানের অনুশীলন হবে । যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করাবেন হাবাস । ইতিমধ্যে দলের সব ফুটবলারকে 25 এপ্রিলের মধ্যে যোগ দিতে বলা হয়েছে । তবে রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস 26 এপ্রিল শহরে আসবেন । ফলে প্রথম দিনের অনুশীলনে থাকছেন না দুই বিদেশি ৷