পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফুটবলাররা যন্ত্র নয়, সূচি নিয়ে ক্ষুব্ধ হাবাস - আন্তেনিও লোপেজ হাবাস

জয়ের হ্যাটট্রিকের পর জামশেদপুর এফসির বিরুদ্ধে 0-2 গোলে পরাজয়। আর সেখানেই এটিকে মোহনবাগানের দাপুটে পারফরম্যান্সের মধ্যেও ত্রুটি দেখা দিয়েছে । বিশেষ করে সেটপিসের সময় রক্ষণভাগের খামতি চোখে পড়েছে । যা কাজে লাগিয়ে বাজিমাত করেছিলেন ভালকিস। রক্ষণভাগের এই খামতি নিয়ে কথা উঠলেও হাবাস তা মানতে নারাজ।

atk_mb_hyderabad_fc_preview
‘ফুটবলাররা যন্ত্র নয়’, সূচি নিয়ে উষ্মা হাবাসের

By

Published : Dec 10, 2020, 7:57 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : ব্যস্ত ক্রীড়াসূচি যে ফুটবলারদের পারফরম্যান্সে প্রভাব ফেলছে তা মানলেন আন্তেনিও লোপেজ হাবাস । শুক্রবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে দু'বারের আইএসএল চ্যাম্পিয়ন কোচ বলেন, ফুটবলাররা যন্ত্র নয়, তাঁরা মানুষ । গোয়ার গরম, আদ্রতা ভরা আবহাওয়ায় কম সময়ের ব্যবধানে ম্যাচ খেলা সমস্যার । তবে তা নিয়ে অভিযোগ তুলে লাভ নেই বলেই মনে করছেন আইএসএলের তিনবারের চ্য়াম্পিয়ন এটিকে কোচ ।

জয়ের হ্যাটট্রিকের পর জামশেদপুর এফসির বিরুদ্ধে 0-2 গোলে পরাজয়। আর সেখানেই এটিকে মোহনবাগানের দাপুটে পারফরম্যান্সের মধ্যেও ত্রুটি দেখা দিয়েছে । বিশেষ করে সেটপিসের সময় রক্ষণভাগের খামতি চোখে পড়েছে । যা কাজে লাগিয়ে বাজিমাত করেছিলেন ভালকিস। রক্ষণভাগের এই খামতি নিয়ে কথা উঠলেও হাবাস তা মানতে নারাজ। তিরি, সন্দেশ ঝিঙ্গানদের কাঠগড়ায় তুলতে রাজি নন তিনি। নিজের যুক্তির সমর্থনে স্প্যানিশ কোচ গতবছরের পরিসংখ্যান তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে একটি ম্যাচে সেটপিস থেকে গোল হজম করতে হয়েছিল। তাই দলের প্রতিটি ফুটবলারের উপর আস্থা রাখতে চান তিনি ।


জামশেদপুর এফসির বিরুদ্ধে মিডফিল্ডারদের পারফরম্যান্সের খামতি ব্যর্থতার কারণ বলে মনে করা হচ্ছে । কিন্তু এক্ষেত্রেও হাবাস ভিন্নমতের শরিক । বলছেন, বল দখলের পরিসংখ্যানে তারা এগিয়ে । দলে একাধিক ভালো ফুটবলার রয়েছেন । তাই মাঝমাঠের দখল সবুজ মেরুনের পায়ে ছিল না, এই যুক্তি টিকছে না । টানা চার ম্যাচে গোল করেছেন রয় কৃষ্ণা। এটিকে মোহনবাগান গোলের জন্য ফিজ়িয়ান স্ট্রাইকারের উপর বহুলাংশে নির্ভরশীল। প্রতিপক্ষের গোলমেশিনকে থামাতে জামশেদপুর কড়া জ়োনাল মার্কিংয়ের আশ্রয় নিয়েছিল । পাশাপাশি দলের বাকি ফুটবলাররা তাঁকে বলের জোগান না দিতে পারায়, আরও নিষ্প্রভ দেখিয়েছিল রয় কৃষ্ণাকে। নিজের দলের একনম্বর স্ট্রাইকার সতীর্থদের সাহায্য পাচ্ছেন না, এই কথা মানতে রাজি নন হাবাস। তাঁর মতে,"আমার দলের এগারো জনের উপর গোল করার দায়িত্ব রয়েছে । শুধু রয় কৃষ্ণা গোল করবেন, বিষয়টি এমন নয় । তাই সতীর্থদের কাছ থেকে সাহায্য পাচ্ছেন না এই কথা ঠিক নয়।"

আরও পড়ুন : একটা হারে সবকিছু শেষ হয়ে যায়নি, বলছেন হাবাস
চোট-আঘাত বাড়ছে সবুজ মেরুন শিবিরে । জ়াভি হার্নান্দেজ় এবং ডেভিড উইলিয়ামসকে পাওয়ার আশা করছেন হাবাস । কিন্তু খবরে প্রকাশ জ়াভি হার্নান্দেজ় চোটের কারণে দুই সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন । তাই দল সাজাতে যাঁদের পাবেন, তাঁদের নিয়েই একাদশ করার কথা বলছেন । প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি এখনও অপরাজিত । তাঁদের বিরুদ্ধে নামার আগে প্রতিপক্ষ সম্পর্কে সমীহ এটিকে মোহনবাগানের কোচের গলায় । বলছেন, প্রতিটি দল শক্তিশালী, তাই কোনও ম্যাচ সহজ ভাবার কিছু নেই । জামশেদপুর এফসি লং বল থিওরিতে বাজিমাত করেছিল। নিজামের শহরের দল লং বল থিওরিতে খেলবে বলে মনে করেন না হাবাস । একটা পরাজয়ে হতাশ হওয়ার বদলে, ভুল শুধরে ফের জয়ের রাস্তা ধরতে চায় এটিকে মোহনবাগান ।

ABOUT THE AUTHOR

...view details