পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আনোয়ার আলিকে আর মাঠে নামার অনুমতি দেবে না AIFF ! - Indian football federation

মুম্বই সিটি এফসি-র হয়ে খেলার সময় ধরা পড়ে হাইপার ট্রপিক কার্ডিওমাইপ্যাথিতে আক্রান্ত আনোয়ার আলি । এই রোগে হৃৎপিণ্ডের দেওয়াল পুরু হয়ে যাওয়ায় স্বাভাবিক রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় ।

AIFF
AIFF

By

Published : Sep 8, 2020, 2:57 PM IST

দিল্লি, 8 সেপ্টেম্বর : অনূর্ধ্ব 17 বিশ্বকাপ খেলা ফুটবলার আনোয়ার আলির ক্যারিয়ার কি তাহলে এখানেই শেষ ? শোনা যাচ্ছে, ভারতীয় ফুটবল ফেডারেশন আলির ফুটবল ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে । জলন্ধরের এই প্রতিভাবান ফুটবলারকে হয়তো আর মাঠে নামার অনুমতি দেবে না AIFF ।

হার্টের সমস্যা আগেই ধরা পড়েছিল । গত মরশুমটা কেটে গিয়েছিল হাসপাতালের বেডে । দীর্ঘ চিকিৎসা ও মনের জোরকে সম্বল করে ফের মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন অনূর্ধ্ব -17 বিশ্বকাপ দলের সদস্য আনোয়ার আলি । কিন্তু শেষ পর্যন্ত তিনি মাঠে নামতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয় । হৃদরোগের সমস্যায় ভোগা এই তরুণ ফুটবলারকে নিয়ে মেডিকেল টিমের সঙ্গে আলোচনা চালাচ্ছিল ফেডারেশন । শোনা যাচ্ছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আনোয়ার আলিকে হয়তো আর পেশাদার ফুটবল খেলার অনুমতি দেবে না ভারতীয় ফুটবল ফেডারেশন ।

গোল ডট কমের রিপোর্ট অনুযায়ী, ড: ভেস পেজের নেতৃত্বাধীন AIFF - এর মেডিকেল কমিটি রবিবার আলির সমস্ত রিপোর্ট পরীক্ষা করে দেখেছে । তারপরই কমিটি এই সিদ্ধান্তে এসেছে যে, ভবিষ্যতে ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়া আনোয়ার আলির স্বাস্থ্যের জন্য ঝুঁকির হতে পারে । এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AIFF এর এগজ়িকিউটিভ কমিটি । তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেডিকেল কমিটির প্রস্তাবকে গুরুত্ব দেবে তারা ।

মুম্বই সিটি এফসি-র হয়ে খেলার সময় ধরা পড়ে হাইপার ট্রপিক কার্ডিওমাইপ্যাথিতে আক্রান্ত আনোয়ার আলি । এই রোগে হৃৎপিণ্ডের দেওয়াল পুরু হয়ে যাওয়ায় স্বাভাবিক রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় । সঙ্গে সঙ্গে মুম্বই সিটি এফসির তরফে যোগাযোগ করা হয় ভারত ও ফ্রান্সের বিখ্যাত কার্ডিওলজিস্টদের সঙ্গে । তাঁরা জানিয়ে দেয়, এই অবস্থায় খেলা চালিয়ে যাওয়া বিপজ্জনক । প্রশ্নচিহ্নের মুখে পড়ে আনোয়ার আলির ফুটবল ক্যারিয়ার । তবে ফ্রান্সে থেকে চিকিৎসা করিয়ে ফেরার পর ফের মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি । আগামী মরশুমের জন্য তাঁকে সই করায় মহমেডান স্পোর্টিং ক্লাব । সাদা-কালো জার্সি গায়ে চড়িয়ে ফের মাঠ কাঁপানোর জন্য তৈরি হচ্ছিলেন বছর কুড়ির এই ডিফেন্ডার । যা শোনা যাচ্ছে তাতে এ জীবনে আর পায়ে বল ছোঁয়াতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ আছে ।

ABOUT THE AUTHOR

...view details