পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দলে অব্যবস্থার অভিযোগ, ক্ষুব্ধ লাল হলুদ কোচ আলেয়ান্দ্রো - East Bengal management

ইস্টবেঙ্গল কোচ বলেন, "এই পরিস্থিতিতে খেলা খুব কঠিন । ইতিমধ্যে আমি এব্যাপারে বলেছি । এটা শুধু ভালো ফুটবলার বা ভালো ট্রেনিংয়ের কথা নয় । পেশাদার ফুটবলে খেলোয়াড়দের যত্ন নেওয়া জরুরি ।''

football
দলে অব্যবস্থার অভিযোগ, ক্ষুব্ধ লাল হলুদ কোচ আলেয়ান্দ্রো

By

Published : Dec 9, 2019, 11:22 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর : ম্যানেজমেন্ট এর সমালোচনা সাধারণত তিনি করেন না । যা আছে তা নিয়েই সেরা পারফরমেন্সের চেষ্টা করেন । এবার ধৈর্যের বাধ ভাঙল আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার । মঙ্গলবার আই লিগের তৃতীয় ম্যাচে নামবে ইস্টবেঙ্গল । প্রতিপক্ষ নেরোকা এফসি । বাইরের মাঠে খেলা । তা নিয়ে অভিযোগ নেই । তবে সেই ম্যাচ খেলতে আসার জন্যে যে ধরনের সুযোগ সুবিধা দরকার, তা না পাওয়াতেই মেজাজ হারালেন তিনি ।

স্যান্টোস কোলাডোকে পাশে বসিয়ে ইস্টবেঙ্গল কোচ বলেন, "এই পরিস্থিতিতে খেলা খুব কঠিন । ইতিমধ্যে আমি এব্যাপারে বলেছি । এটা শুধু ভালো ফুটবলার বা ভালো ট্রেনিংয়ের কথা নয় । পেশাদার ফুটবলে খেলোয়াড়দের যত্ন নেওয়া জরুরি । দল যখন ট্র্যাভেল করবে তখন সঠিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ । এক জায়গা থেকে আরেক জায়গায় সময়মতো পৌঁছানো, হোটেলের গুণগত মান এবং খাবারের ব্যাপারে নজর দেওয়া পরিকল্পনার অংশ । যদি এই বিষয়গুলো নজর না দেন তাহলে পারফরমেন্স গ্রাফ 50 শতাংশ নেমে যেতে বাধ্য ।"

পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলার আগে যাত্রা বিভ্রাটের মধ্যে পড়েছিল দল ।খেলার দিন ভোররাতে পৌঁছেছিল ইস্টবেঙ্গল । লুধিয়ানা হয়ে নেরোকা এফসির বিরুদ্ধে খেলতে ইম্ফলে সোমবার দুপুরে পৌঁছেছে দল । ফলে মাঠে নেমে অনুশীলনের সুযোগ নেই । ম্যাচ প্রস্তুতি তাই ভিডিয়ো দেখে সারলেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া ।

তাঁর কথায়, "আমরা একটি ভালো এবং বড় স্টেডিয়ামে খেলতে যাচ্ছি । আমাদের গত দুটো ম্যাচে জয় আসেনি । একটা ইতিবাচক মানসিকতা নিয়ে আগামীকাল মাঠে নামব । একটা কঠিন ম্যাচ খেলতে নামছি আমরা । আশা করছি তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারব৷"

সপ্তাহে তিনটে ম্যাচ খেলা নিয়ে ক্ষুব্ধ তিনি । লাল-হলুদের হেডস্যার মনে করেন ব্যস্ত ক্রীড়াসূচির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের । এই ধরনের সূচিতে খেলতে ট্রেনে যেতে হলে তা মানিয়ে নেওয়া অসম্ভব । খেলার জন্যে ফুটবলারদের তরতাজা থাকা জরুরি । দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে তাঁদের । ফলে অনুশীলন করার সুযোগ নেই, এমনই অভিযোগ আলেয়ান্দ্রোর ।
প্রতিপক্ষ নিয়ে মন্তব্য করতে চান না তিনি ।

নেরোকার বিরুদ্ধে নামার আগে চোট ও অসুস্থতার সমস্যা রয়েছে দলে । মেহতাব সিং চিকেন পক্সে আক্রান্ত । ফলে তাঁর জায়গায় রক্ষণভাগে মার্তি ক্রিসপির সঙ্গে আসির আখতার জুটি বাঁধবেন ।
গতবারের তুলনায় এবারের দল ভালো বলে মনে করেন আলোয়ান্দ্রো । দল গঠনও সম্পূর্ণ । বেশ কয়েকটি জায়গায় উন্নতি প্রয়োজন, তা করাও হচ্ছে বলে জানিয়েছেন কোচ । উন্নতির কাজ সম্পন্ন হলে দীর্ঘ লিগে ইস্টবেঙ্গলের পক্ষে ভালো কিছু করা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি । দলের প্রাক মরশুম প্রস্তুতি ভালো হয়েছে বলে দাবি তাঁর । তাই দল যথেষ্ট শক্তিশালী । মরশুমের শেষে ইস্টবেঙ্গল যে খেতাবের দৌড়ে থাকবেই, সেব্যাপারে আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার কোনও সন্দেহ নেই ।

ABOUT THE AUTHOR

...view details