পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Yuvraj Singh : নতুন বছরে বাইশ গজে ফিরছেন যুবরাজ - টিম ইন্ডিয়া

25 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে দেশের হয়ে 40টি টেস্ট, 304 ওয়ান ডে এবং 58টি টি-20 খেলেছেন ৷ দুটি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন যুবরাজ সিং ৷ 2007 টি-20 বিশ্বকাপ ও 2011 ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি ৷ 2007 টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছ'টি ছক্কা হাঁকিয়ে নজির গড়েছিলেন যুবি ৷

Yuvraj Singh
নতুন বছরে বাইশ গজে ফিরছেন যুবরাজ

By

Published : Nov 2, 2021, 5:18 PM IST

নয়াদিল্লি, 2 নভেম্বর : দু'বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন ৷ তারপরও তাঁকে বাইশ গজে ব্যাট হাতে দেখা গিয়েছিল অনেকবার ৷ 3 এপ্রিল, 2019 আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নেমেছিলেন ৷ কিন্তু আগামী বছর ফেব্রুয়ারিতে ফের বাইশ গজে ফিরছেন যুবরাজ সিং ৷ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানান যুবি ৷

ফের বাইশ গজে ফিরছেন এক ওভারে 6 ছক্কার নায়ক যুবরাজ ৷ 2022 সালের ফেব্রুয়ারিতে ফের বাইশ গজে দেখা যাবে টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি ব্যাটারকে ৷ আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলকে বিদায় জানানোর পর রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ, গ্লোবাল টি-20 লিগ এবং আবুধাবিতে টি-10 লিগেও খেলতে দেখা গিয়েছিল তাঁকে ৷ কিন্তু বেশ কিছু দিনের পর ফের বাইশ গজে ফেরার কথা জানান যুবি ৷

বোলারদের ছক্কা মেরে যিনি বোলারদের রাতের ঘুম উড়াতেন, সেই যুবি ইনস্টাগ্রামে লেখেন, সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসে তাঁকে ফের বাইশ গজে দেখা যাবে। 2011 বিশ্বকাপে 'ম্যান অফ দ্য টুর্নামেন্ট' যুবরাজ লেখেন, "ভগবান আপনার গন্তব্য ঠিক করেন। ভক্তদের দাবিতে আমি আশা করি ফেব্রুয়ারি মাসে আবার মাঠে ফিরব। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এটি আমার কাছে একটি বড় বিষয়। ভারতকে সমর্থন করতে থাকুন ৷ এটা আমাদের দল ৷ প্রকৃত ভক্তরা সব সময় দলের পাশে থাকে ৷"

আরও পড়ুন : নেতৃত্বে রাহুল, নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত বিশ্রামে সিনিয়ররা

ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে যুবি ভক্তদের তাঁর প্রত্যার্তনের বিষয়টি জানানোর সময় যে ভিডিয়ো পোস্ট করেছেন, তাতে ব্যাট হাতে বোলারদের শাসন করতে দেখা গিয়েছে ৷ এটি হল তাঁর শেষ আন্তর্জাতিক সেঞ্চুরির করার মুহূর্তের ভিডিয়ো ৷ এই ভিডিয়োটির ব্যাকগ্রাউন্ডে বলিউডের বিখ্যাত গান তেরি মিট্টি... শোনা যাচ্ছে ৷ 25 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে দেশের হয়ে 40টি টেস্ট, 304 ওয়ান ডে এবং 58টি খেলেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details