পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Yuvraj-Hazel welcome Baby Boy : শুরু নতুন ইনিংস, বাবা হলেন যুবরাজ সিং - বাবা হলেন যুবরাজ সিং

2015 সালে বাগদান সারেন যুবরাজ-হেজেল ৷ তার পরের বছরই আনুষ্ঠানিকভাবে তাদের চার হাত এক হয়েছিল ৷ এবার নতুন অতিথি এই তারকা দম্পতির ঘরে (Yuvraj-Hazel welcome Baby Boy) ৷

Yuvraj-Hazel welcome Baby Boy
শুরু নতুন ইনিংস, বাবা হলেন যুবরাজ সিং

By

Published : Jan 26, 2022, 6:35 AM IST

Updated : Jan 26, 2022, 7:11 AM IST

নয়াদিল্লি, 26 জানুয়ারি :নতুন অতিথি এল ভারতীয় দলের প্রাক্তন তারকা যুবরাজ সিংয়ের ঘরে ৷ স্ত্রী হেজেল কিচ মঙ্গলবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ টুইট করে এই সুখবর জানিয়েছেন যুবরাজ ৷ একই টুইট করেছেন তাঁর স্ত্রীও (Yuvraj singh and Hazel Keech welcome a baby boy) ৷

যুবরাজ টুইটারে লিখেছেন, ‘‘আমাদের সমস্ত অনুরাগী, পরিবার এবং বন্ধুদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তান হয়েছে । এই আশীর্বাদ দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই ৷ আমাদের ছোট্ট সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানাচ্ছি ৷ আপনাদের তরফ থেকে গোপনীয়তা আশা করি । হেজেল এবং যুবরাজের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ।’’

আরও পড়ুন : Padma Awards 2022 : পদ্মশ্রী নীরজ-অবনী, পদ্মভূষণ পাচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া

2015 সালে বাগদান সারেন যুবরাজ-হেজেল ৷ তার পরের বছরই ফতেহগড় সাহেব গুরুদ্বারে আনুষ্ঠানিকভাবে তাদের চার হাত এক হয়েছিল ৷ এবার আরেক নতুন ইনিংস শুরু করলেন ক্রিকেটার-অভিনেত্রী দম্পতি ৷ খবর ঘোষণা করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন প্রাক্তন ভারতীয় মহাতারকা ৷

সলমন খান-করিনা কপুর অভিনীত 'বডিগার্ড'-এর মতো বলিউডের সিনেমায় মুখ দেখিয়েছেন হেজেল । 2013 সালে রিয়েলিটি টিভি শো 'বিগ বস'-এর অংশ ছিলেন তিনি । ঝুলিতে রয়েছে ‘আ আন্টে আমলাপুরম’ এর মতো আইটেম নাম্বারও ৷ অন্যদিকে, 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং 2011 সালে 50 ওভারের বিশ্বকাপ জয়ী দলের সদস্য যুবরাজ । 10 জুন, 2019 সালে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন ভারতীয় ক্রিকেটের একসময়ের পোস্টার বব । 304টি ওয়ানডে, 58টি টি-টোয়েন্টি এবং 40টি টেস্ট ম্যাচ রয়েছে তাঁর ঝুলিতে ৷ রয়েছে এক ওভারে 6টা ছয় মারার বিরল রেকর্ডও ৷

Last Updated : Jan 26, 2022, 7:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details