সাউদাম্পটন, 23 জুন : কখনও ঝিরি ঝিরি বৃষ্টি ৷ কখনও ভিজে আউটফিল্ড ৷ কখনও আবার কম আলো ৷ টেস্টে বিশ্বের সেরা কে, এই পথে বারংবার বাধা হয়েছে ইংল্যান্ডের আবহাওয়া ৷ কখনও খেলা শুরু হতে দেরি হয়েছে, তো কখনও আবার খেলা বন্ধ হয়ে গিয়েছে ৷ টেস্ট ক্রিকেটের প্রথম বিশ্বসেরা কে হবে, তার দিকেই তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব ৷ কিন্তু এর মাঝে যদি বৃষ্টি বাধ সাধে? এই আশঙ্কাতেই দুরু দুরু বুক কাঁপছে সমর্থকদের ৷ তবে দুরু দুরু বুক কাঁপলেও, আজ যেন আকাশে মেঘের ঘনঘটনা না দেখা যায়, সেই দিকেই তাকিয়ে সকলে ৷
ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ষষ্ঠদিন ৷ পাঁচদিনের টেস্টে 'ষষ্ঠদিন' শুনে অবাক হবেন অনেকেই ৷ কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ায়, আইসিসি আগে থেকেই অতিরিক্ত দিন বা রিজার্ভ ডে রেখেছিল ৷ প্রথম দিনে খেলা শুরুই হতে পারেনি ৷ টস হয়ে খেলা শুরু হয় দ্বিতীয় দিন থেকে ৷ সেকারণেই ষষ্ঠ দিনে খেলা গড়ায় ৷ এরপর চতুর্থ দিনের খেলাও ভেস্তে যায় ৷ ভিলেন সেই বৃষ্টি ৷ দ্বিতীয় এবং তৃতীয় দিনও বারংবার ভিলেন হয়েছে বৃষ্টি ৷ এই অবস্থায় চতুর্থ দিনে 98 ওভার খেলা হওয়ার কথা ৷ কেমন থাকবে সাউদাম্পটনের আবহাওয়া, ঠিক সময়ে কী শুরু হবে খেলা, তা নিয়েই জল্পনা তুঙ্গে ৷
- কেমন থাকতে চলেছে ষষ্ঠদিনের সাউদাম্পটনের আবহাওয়া?
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ বৃষ্টি খেলায় বিঘ্ন ঘটাবে না ৷ স্থানীয় সময় সকাল 7 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত 5 শতাংশ বা তার কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শেষ দিনের আবহাওয়ার এই পূর্বাভাস স্বাভাবিকভাবেই হাসি ফোটাবে কোহলি- উইলিয়ামসনকে ৷ ইংল্যান্ডের আবহাওয়া অফিসের খবর অনুসারে, মঙ্গলবারের তুলনায় গরম থাকবে এদিন ৷ তাছাড়া আকাশ পরিষ্কার থাকার কথা ৷ শুকনো এই দিনে আকাশে মেঘ সরিয়ে সূর্য দেখা যাবে ৷ সকালে সর্বোচ্চ তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা বিকেলের দিকে বেড়ে 23 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে ৷ আকাশে মেঘের পরিমাণ কম থাকায়, তা বাধা সৃষ্টি করবে না খেলায় ৷ এমনই জানা গিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে ৷