পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final : কে হবে টেস্টে বেস্ট ? লড়াই শুরুর অপেক্ষায় ক্রিকেট বিশ্ব - টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল প্রিভিউ

কিউয়ি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে তৈরি পেস ত্রয়ী জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা এবং মহম্মদ শামি ৷ দুই স্পিনারের ব্যাটিং দক্ষতা ফাইনালে ভারতকে এগিয়ে রাখবে ৷

wtc final
wtc final

By

Published : Jun 18, 2021, 7:27 AM IST

Updated : Jun 18, 2021, 9:19 AM IST

সাউদাম্পটন, 18 জুন : এ এক নতুন অভিজ্ঞতা ৷ এতদিন 50 ওভারের, টি-20 ফরম্যাটের বিশ্বসেরা নির্বাচিত হত বিশ্বকাপের মধ্য দিয়ে ৷ মেগা ফাইনালে জয়ী টিম সেই ফরম্য়াটের সেরা ৷ এবার টেস্ট ফরম্যাটের বিশ্বসেরাও সেই একই ধাঁচে নির্বাচিত হতে চলেছে ৷ আজ থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ মুখোমুখি বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও নিউজিল্যান্ড ৷ এই দুই দলের মধ্যে কার হাতে উঠবে টেস্ট চ্য়াম্পিয়নশিপের গদা (ট্রফি) তা সাউদাম্পটনে আগামী পাঁচদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে ৷

টেস্ট ক্রিকেটের বয়স 144 বছর ৷ 1877 সালে খেলা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটিকে প্রথম টেস্ট ম্যাচের অ্যাখ্যা দেওয়া হয়েছে ৷ অজান্তেই ইতিহাসের মধ্য়ে ঢুকে পড়েছিলেন ডেভ গ্রেগরি এবং জেমস লিলিহোয়াইট জুনিয়র ৷ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলের অধিনায়ক ৷ কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল তার থেকে আলাদা ৷ 18 জুন থেকে শুরু পাঁচদিনের ম্যাচের সঙ্গে যুক্ত সবকটি মানুষ জানেন তাঁরা ইতিহাসের ঢুকে পড়তে চলেছেন ৷ ইতিহাসের পাতায় বড় বড় অক্ষরে লেখা থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের ফাইনালের দুই দলের অধিনায়ক বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের নাম ৷ 144 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নেবেন 22 জন খেলোয়াড় ৷

প্রথম টেস্ট ম্যাচের টিম

লড়াইটা হবে হাড্ডাহাড্ডি ৷ সদ্য টেস্ট ক্রমতালিকার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড ৷ তাদের দলে রয়েছে বিশ্বমানের পেস অ্যাটাক ৷ পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য দুই ম্যাচের টেস্ট সিরিজে জিতে আসা উইলিয়ামসন বাহিনী আত্মবিশ্বাসে ভরপুর ৷ নিউজিল্যান্ডের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ না পেলেও আত্মবিশ্বাসে কমতি নেই বিরাট বাহিনীর ৷ কড়া কোয়ারানটিন পর্ব কাটিয়ে নেটে ঘাম ঝরিয়েছেন কোহলির সেনারা ৷ নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলেছেন ৷ আর অস্ট্রেলিয়া সফর এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় বিরাটদের অনুপ্রেরণার অন্যতম কারণ ৷ কিউয়ি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে তৈরি পেস ত্রয়ী জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা এবং মহম্মদ শামি ৷ দুই স্পিনারের ব্যাটিং দক্ষতা ফাইনালে ভারতকে এগিয়ে রাখবে ৷ নিরপেক্ষ ভেনুতে খেলা হবে ফাইনাল ৷ ফলে দুটি দলের মধ্যে কাউকেই এগিয়ে রাখা যায় না ৷

আরও পড়ুন : WTC Final : নতুন বিশ্বযুদ্ধের পিচে লড়াই দুই পুরানো প্রতিপক্ষের

সংখ্যায় দুটি দল

  1. এই প্রথমবার নিরপেক্ষ ভেনুতে টেস্ট খেলা হচ্ছে ৷
  2. সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকার প্রথম দশের মধ্যে রয়েছেন ভারতের অজিঙ্ক রাহানে এবং রোহিত শর্মা ৷
  3. 17টি ম্যাচে রাহানের সংগ্রহ 1095 রান ৷ রোহিত শর্মার সংগ্রহ 1030 রান ৷
  4. প্রথম দশের মধ্যে নেই নিউজিল্যান্ডের কোনও ব্যাটসম্যান
  5. চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় অবশ্য ভারত ও নিউজিল্যান্ড দুটো টিমেরই সদস্য রয়েছেন
  6. টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷
  7. দুই দলের মধ্যে সেরা পেসার টিম সাউদি ৷

দুই নেতা

দুই অধিনায়ক একে অপরের বিপরীত ৷ একজন ধীর স্থির, স্বল্পভাষী, আপাদমস্তক ভদ্রলোক ৷ মাঠে আবেগ প্রকাশ করতে দ্বিধাবোধ করেন ৷ অন্যজনের আবেগটাই সব ৷ রাগ, দুঃখ, হাসি মজা কোনওকিছুই লুকিয়ে রাখেন না ৷ তবে স্বভাব যাই হোক দেশের জার্সি গায়ে বিপক্ষকে দুরমুশ করে জয়ে ছিনিয়ে নিতে মরিয়া দুজনই ৷ বিশ্বকাপের সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে ৷ আর 50 ওভারের বিশ্বকাপ ফাইনাল হারের জ্বালা মেটাতে টেস্ট চ্যাম্পিয়নশিপই পাখির চোখ উইলিয়াসমন বাহিনীর ৷

স্বভাবগত দিক থেকে দুই মেরুতে দুই অধিনায়ক

ফাইনাল যুদ্ধের আগে দুই নেতার বাণী

"আমরা জিতলেও টেস্ট খেলা আটকে থাকবে না, হারলেও না ৷ নিজেদের আরও সমৃদ্ধ করার জন্য খেলছি ৷ টিম হিসেবে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি তা জানি ৷" - বিরাট কোহলি

"খুব রোমাঞ্চক ম্যাচ হতে চলেছে ৷ মাঠে নামার জন্য উদগ্রীব হয়ে রয়েছি ৷ প্রতিপক্ষ ভারত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দল ৷ কিন্তু আমরাও লড়াই দেওয়ার জন্য তৈরি ৷" - কেন উইলিয়ামসন

ভারতীয় সময় দুপুর তিনটে থেকে শুরু হবে ম্যাচ

Last Updated : Jun 18, 2021, 9:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details