পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতীয় ক্রিকেটারদের বলিউড গুগলি, খোশ মেজাজে রাহানেরা - Ishant Sharma

প্র্যাকটিসের বাইরে খোশ মেজাজে ভারতীয় ক্রিকেটাররা ৷ বলিউড এবং ইংল্যান্ডের যোগসূত্র নিয়ে বিসিসিআই’র কুইজে অংশ নিলেন রাহানে, অশ্বিন, পূজারা, ইশান্ত এবং সামিরা ৷ যেখানে ইশান্ত শর্মা ছাড়া বাকিরা ঠিকঠাক জবাব দিতে ব্যর্থ হলেন ৷

WTC FINAL 2021 bcci did a round of rapid-fire questions for indian cricketers on bollywood and england
ভারতীয় ক্রিকেটারদের বলিউড গুগলি, খোশ মেজাজে রাহানেরা

By

Published : Jun 15, 2021, 8:14 PM IST

সাউদাম্পটন, 15 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে ভারতীয় দল ৷ সেই চাপা উত্তেজনাকে প্রশমিত করতে বলিউড কুইজের আয়োজন করল বিসিসিআই ৷ যেখানে অংশ নিয়েছিলেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে, অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা এবং দুই পেসার ইশান্ত শর্মা এবং মহম্মদ সামি ৷

যে কুইজ কনটেস্টে ইশান্ত শর্মা ছাড়া আর কেউ তেমন সুবিধা করতে পারলেন না ৷ এই কুইজের প্রশ্ন করা হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC FINAL 2021) আয়োজক দেশ ইংল্যান্ড প্রসঙ্গে ৷ যে ইংল্যান্ড এবং বলিউডের সম্পর্ক বহু পুরনো ৷ আর এই দুইয়ের মেল বন্ধনেই ছিল বিসিসিআই’র এই কুইজ কনটেস্ট ৷ যেখানে ভারতীয় ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হয়, ইংল্যান্ডে শুটিং হয়েছে এমন তিনটি ভারতীয় সিনেমার নাম ৷ তবে, একমাত্র ইশান্ত শর্মা তিনটি বলিউড সিনেমা ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘নমস্তে লন্ডন’ এবং ‘কুইন’-র নাম বলতে পেরেছেন ৷ যে সিনেমাগুলির শুটিং ইংল্যান্ডে হয়েছে ৷

আরও পড়ুন : পূজারার পাশে দাঁড়িয়ে সমালোচকদের জবাব দিলেন মাস্টার ব্লাস্টার

অন্যদিকে, মহম্মদ সামি দু’টি সিনেমার নাম বলতে পেরেছেন ৷ অশ্বিন, রাহানে এবং পূজারা ‘ডিডিএলজে’-তে গিয়েই আটকে যান ৷ তবে, শুধুই সিনেমা নন ৷ ইংল্যান্ডে ভারতী ক্রিকেটারদের পছন্দের খাবার এবং পছন্দের জায়গা নিয়েও জিজ্ঞাসা করা হয় ক্রিকেটারদের ৷ যেখানে অশ্বিন, রাহানে এবং পূজারার সেরা অভিজ্ঞতা হল, ইংল্যান্ডের কফি শপের বসে ভিন্ন স্বাদের কফি চেখে দেখা ৷

ABOUT THE AUTHOR

...view details