পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shubman Gill: আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে নামতে এশিয়া কাপ জিততে চান শুভমন - ভারত বনাম শ্রীলঙ্কা

Asia Cup Win Important for Team India's Momentum: এশিয়া কাপ জিততে মরিয়া শুভমন গিল এবং পুরো ভারতীয় দল ৷ এর কারণ, বিশ্বকাপের আগে জয়ের ধারা বজায় রাখা ৷ সেই সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বকাপের মঞ্চে নামতে সাহায্য করবে এশিয়া কাপ ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X

By PTI

Published : Sep 16, 2023, 7:54 PM IST

কলম্বো, 16 সেপ্টেম্বর: বিশ্বকাপের নিরিখে এশিয়া কাপ জয়টা ভারতের জন্য খুবই জরুরি ৷ এমনটাই মনে করেন ভারতের ওপেনার শুভমন গিল ৷ আগামিকাল রবিবার ভারত এবং শ্রীলঙ্কা একাদশবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ৷ এই ম্যাচ জিততে নিজেদের সবটা দিতে চান বলে জানিয়েছেন শুভমন ৷ তাঁর কথায়, এশিয়া কাপ জিততে পারলে বিশ্বকাপের আগে দলের মধ্যে একটা জেতার অভ্যাস তৈরি হবে ৷ যা আগামী মাসে শুরু হতে চলা বিশ্বকাপে ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাবে ৷

গতকাল বাংলাদেশেরে বিরুদ্ধে এশিয়া কাপ সুপার ফোরের শেষ তথা নিয়মরক্ষার ম্যাচে ভারত 6 রানে হেরেছে ৷ যে ম্যাচে 121 রান করেন পঞ্জাব ওপেনার ৷ নীচের দিকে অক্ষর প্যাটেল (42) লড়াই করলেও, তিনি শেষ ওভারে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান ৷ তবে বাংলাদেশ ম্যাচ ভুলে রবিবার ফাইনালে মনোযোগ করতে চাইছে পুরো ভারতীয় দল ৷ সেটাই ধরা পড়ল 24 বছরের শুভমন গিলের কথায় ৷ তিনি বলেন, "এশিয়া কাপের ফাইনাল জেতাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ, আমরা জয়ের অভ্যেস গড়ে তুলতে চাই ৷ সঠিক সময় ঘুরে দাঁড়ানো এবং সামনের দিকে এগিয়ে যাওয়া অভ্যেস তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ ৷"

তাঁর মতে, বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য এশিয়া কাপ জয়টা খুবই জরুরি ৷ আর তার কারণ, এতে দলের সব ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন শুভমন ৷ ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, "জয়ের ধারা বজয়া রাখা খুবই জরুরি ৷ কারণ, একটা বা দু’টো ম্যাচ পরপর হেরে গেলে দলে চাপ তৈরি হতেই পারে ৷ তাই বিশ্বকাপে যাওয়ার আগে এখানে জিততে পারলে, আমরা অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পাব ৷"

আরও পড়ুন:অক্ষরের চোট, ফাইনালের আগে শ্রীলঙ্কা থেকে ডাক পড়ল ওয়াশিংটনের

তাহলে, ফাইনালের আগে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হারের প্রভাব পড়বে না ? যার জবাবে শুভমন বলেন, ‘‘আমি মনে করি না এই হারের কোনও প্রভাব ফাইনালে পড়বে ৷ তবে, আমরা বাংলাদেশের লোয়ার-অর্ডারকে 10 থেকে 15 রান বেশি দিয়েছি ৷ সেটা বাদ দিলে আমরা ভালো ক্রিকেট খেলেছি ৷’’ তবে, এই ধরনের উইকেটে এমনটা হতেই পারে বলে মনে করেন শুভমন গিল ৷ আর এখান থেকে শিক্ষা নিয়ে ফাইনালে সেই ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশের 5 জন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল ৷ ফলে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ ম্যাচের থেকে ভালো ক্রিকেট ভারত খেলবে বলেই আশা করছেন বিশেষজ্ঞ মহল ৷

ABOUT THE AUTHOR

...view details