কলকাতা, 13 অগস্ট: জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের সঙ্গে কোচ হিসেবে উড়ে গেলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman will be Acting Head Coach in Zimbabwe Says BCCI Secretary Jay Shah) ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে 27 অগস্ট থেকে এশিয়া কাপ শুরুর আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল ৷ যেখানে এশিয়া কাপের 15 জনের দলে থাকা মাত্র দু’জন ক্রিকেটার জিম্বাবোয়েতে সফরকারী দলের সঙ্গে রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন চোট সারিয়ে ফেরা কেএল রাহুল এবং মিডল অর্ডার ব্যাটার দীপক হুডা ৷
এ নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "জিম্বাবোয়েতে সফরকারী ভারতীয় দলের 3 ম্যাচের একদিনের সিরিজে কোচ হিসাবে দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষ্মণ ৷ এমনটা নয় যে, রাহুল দ্রাবিড় বিরতি নিচ্ছেন ৷ জিম্বাবোয়েতে একদিনের সিরিজ 22 অগস্ট শেষ হচ্ছে ৷ আর দ্রাবিড়-সহ বাকি ভারতীয় দল 23 অগস্ট সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছবে ৷ দেখা যাচ্ছে দু’টি টুর্নামেন্টের মাঝে খুব কম সময়ের ব্যবধান ৷ তাই লক্ষ্মণ জিম্বাবোয়েতে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন ৷" এদিন বোর্ডের তরফে বিসিসিআই'য়ের তরফে ভারতীয় দলের জিম্বাবোয়ে সফরে উড়ে যাওয়ার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ সেখানে শিখর ধাওয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, দীপক চাহারদের সঙ্গে বিমানে দেখা যাচ্ছে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণকেও ৷