চট্টোগ্রাম, 10 ডিসেম্বর: একদিনের ক্রিকেটে 44 তম শতরান বিরাট কোহলির ৷ 91 বলে 113 রান করেন তিনি ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক কেরিয়ারের 72তম শতরান করলেন তিনি ৷ পাশাপাশি, আন্তর্জাতিক শতরানের সংখ্যায় রিকি পন্টিং (Ricky Ponting)-কে টপকে দ্বিতীয়স্থানে উঠে এলেন 'মডার্ন ডে মাস্টার' ৷ বিরাটের সামনে এখন শুধুই সচিন তেন্ডুলকর ৷ তিন বছরেরও বেশি সময় পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেলেন বিরাট (Virat Kohli Makes 44th ODI Century Against Bangladesh) ৷ একদিনের ক্রিকেটে বিরাট শেষ শতরান করেছিলেন 2019 সালের 14 অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷
এদিন 85 বলে ছক্কা হাঁকিয়ে শতরানে পৌঁছান বিরাট কোহলি ৷ যে ইনিংসে 11টি চার ও 2টি ছয় মেরেছেন ৷ এই মুহূর্তে বিরাট টেস্টে 27টি, একদিনের ক্রিকেটে 44টি ও টি-20 আন্তর্জাতিকে 1টি শতরানের সঙ্গে মোট 72টি সেঞ্চুরি ইনিংস খেলেছেন ৷ তাঁর সামনে বর্তমানে শুধুই রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন ৷ তাঁর একদিনের ক্রিকেটে 49টি এবং টেস্টে 51টি সেঞ্চুরি-সহ মোট 100টি শতরান রয়েছে ৷ আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের তালিকায় সচিন, বিরাটের পরে রয়েছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং ৷ আন্তর্জাতিক স্তরে সর্বাধিক শতরানকারী ব্যাটারদের তালিকা -
ক্রিকেটার | আন্তর্জাতিক সেঞ্চুরি সংখ্যা | সময় |
3. রিকি পন্টিং | মোট - 71, ওডিআই - 30, টেস্ট - 41 | 1995-2012 |
4. কুমার সঙ্গাকারা | মোট - 63, ওডিআই- 26, টেস্ট - 38 | 2000–2015 |
5. জ্যাক কালিস | মোট - 62, ওডিআই - 17, টেস্ট - 45 | 1995–2014 |
6. হাসিম আমলা | মোট - 55, ওডিআই - 27, টেস্ট - 28 | 2004–2019 |
7 মাহেলা জয়বর্ধনে | মোট - 54, ওডিআই - 19, টেস্ট - 34, টি20 - 1 | 1997–2015 |
8. ব্রায়ান লারা | মোট - 53, ওডিআই - 19, টেস্ট - 34 | 1990–2007 |
9. রাহুল দ্রাবিড় | মোট - 48, ওডিআই - 12, টেস্ট - 36 | 1996–2012 |
10. এবি ডি’ভিলিয়ার্স | মোট - 47, ওডিআই - 25, টেস্ট - 22 | 2004–2018 |