পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

INDW vs ENGW ODI : ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় বাঁচানোর ম্যাচে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিতালীর - পুনম রাউতের পরিবর্তে দলে আসতে পারেন জেমিইমা রড্রিগেজ

প্রথম ওয়ানডে ম্যাচে ভারত 181টি ডট বল খেলে ৷ এবং ইংল্যান্ডের সামনে 201 রানের স্কোর খাড়া করে ৷ যা অতি সহজেই ইংল্যান্ড তুলে নেয় ৷ তিন ম্যাচের সিরিজ়ে 1-0 গোলে এগিয়ে যায় থ্রি লায়নসরা ৷

India
India

By

Published : Jun 29, 2021, 1:03 PM IST

টনটন, 29 জুন : প্রথম ম্যাচে হার, তাই বুধবারের ম্যাচে জিততেই হবে মিতালী, ঝুলনদের ৷ তবে বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ডের মাটিতে থ্রি লায়নসদের হারাতে ব্যাটিং স্টাইলে পরিবর্তন করতে হবে ভারতকে ৷

প্রথম ওয়ানডে ম্যাচে ভারত 181টি ডট বল খেলে ৷ এবং ইংল্যান্ডের সামনে 201 রানের স্কোর খাড়া করে ৷ যা অতি সহজেই ইংল্যান্ড তুলে নেয় ৷ তিন ম্যাচের সিরিজ়ে 1-0 গোলে এগিয়ে যায় থ্রি লায়নসরা ৷

সামনের বছরে নিউজ়িল্যান্ডে বিশ্বকাপের আসর বসবে ৷ তার আগে একাধিক জায়গায় ভারতকে উন্নতি করতে হবে ৷ একথা নিজেই স্বীকার করেছেন অধিনায়ক মিতালী রাজ ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তাই আসন্ন ম্যাচে দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মিতালী ৷ বিশেষ করে ব্যাটিং বিভাগে ৷ কারণ প্রথম ম্যাচে স্ট্রাইক পরিবর্তনে বড় সমস্যা দেখা গিয়েছিল ৷

প্রাক্তন ভারত অধিনায়ক ডায়না এডুলজি বলেন, ‘‘দলের মিডল অর্ডারে একাধিক অ্যাঙ্কার করার মতো ব্যাটসম্যান আছেন ৷’’ পুনম রাউতের পরিবর্তে দলে আসতে পারেন জেমিইমা রড্রিগেজ ৷

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এডুলজি বলেন, ‘‘আধুনিক ক্রিকেটে 180টি ডট বল তুমি খেলতে পার না ৷ এটার পরিবর্তন হওয়া দরকার ৷ সিনিয়রদের এগিয়ে আসা দরকার ৷ যদি তাঁরা না পারেন তাহলে জুনিয়রদের বিশ্বকাপে সুযোগ দিতে হবে ৷’’ এরপর, মিতালী, পুনম ও হরমনপ্রীত কাউরকে নিয়ে এডুলজি বলেন, ‘‘ তুমি যদি বারবার সিনিয়রদের নিয়ে হেরে যাও, তাহলে তোমাকে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে হবে ৷’’

আরও পড়ুন : Euro 2020 : ফেডেরার দেশে ফুটবলের সূর্যোদয়, ফ্রান্সকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ড

2017 সালের বিশ্বকাপের পর ভারত 250-এর বেশি রান করেছে মাত্র তিন বার ৷ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ভাল কিছু করতে গেলে ধারাবাহিক ভাবে 250-এর বেশি রান করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details