পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 World Cup: শেষ ওভারে শামি-শো, প্রস্তুতি ম্যাচে 6 রানে অজি 'বধ' ভারতের - KL Rahul

প্রস্তুতি ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেও শেষের ওভারগুলিতে রান ব্যর্থ ভারতীয় ব্যাটাররা (T20 World Cup India vs Australia Practice Match) ৷ তবে, 20 ওভার শেষে 7 উইকেটে 186 রান তুলেছে ভারত ৷ জবাবে ব্যাট করতে নেমে শামি-হর্ষল-আরশদীপের বোলিংয়ে 6 রানে ধরাশায়ী হল অস্ট্রেলিয়া ৷

t20-world-cup-india-vs-australia-practice-match
t20-world-cup-india-vs-australia-practice-match

By

Published : Oct 17, 2022, 12:39 PM IST

Updated : Oct 17, 2022, 3:10 PM IST

ব্রিসবেন, 17 অক্টোবর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে 6 রানে জয় ভারতের ৷ শেষ ওভারে শামির দূরন্ত বোলিংয়ে কুপকাত অজি লোয়ার অর্ডার ৷ শেষ 6 বলে 11 রান ডিফেন্ড করে ভারতকে কার্যত হারা ম্যাচ জেতালেন মহম্মদ শামি ৷ এ দিন প্রথম ব্যাট করে 186 রান তোলে ভারত (T20 World Cup India vs Australia Practice Match) ৷ ওপেনিং জুড়িতে 78 রান তোলেন কেএল রাহুল (KL Rahul) এবং রোহিত শর্মা ৷ কেএল রাহুল 33 বলে 57 রান করে আউট হন ৷ অধিনায়ক রোহিত 15 রান করেন ৷ 20 নম্বর ওভারে 4 উইকেট হারিয়ে 180 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷

এ দিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অ্যারন ফিঞ্চ ৷ প্রথম ওভার থেকেই অজি পেসার অ্যাটাককে নির্বিষ করে দেন কেএল রাহুল ৷ পাওয়ার প্লে-তে 69 রান তোলেন রোহিত-রাহুল জু’টি ৷ যেখানে প্রায় 80 শতাংশ রান ছিল কেএল রাহুলের ৷ কিন্তু, কেএল ভারতের 78 রানের মাথায় আউট হতেই, রান গতিতে রাশ টানেন অজি বোলাররা ৷ নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ভারত ৷ দলের 80 রানের মাথায় অধিনায়ক রোহিত 15 রান করে আউট হন ৷ এর পর বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব 42 রানের পার্টনারশিপ করলেও, বাকি ব্যাটাররা ক্রিজে দাঁড়াতে পারেননি ৷ বিরাট 13 বলে 19 রান করেন ৷ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) 33 বলে 50 রান করেছেন ৷

হার্দিক পান্ডিয়াকে মাত্র 2 রানে কেন রিচার্ডসনের শিকার হন ৷ অন্যদিকে, এই ম্যাচে দীনেশ কার্তিক ব্যাট করতে নামেন ৷ তিনি 14 বলে 20 রান করেন ৷ তবে, ঋষভ পন্থকে এ দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে পাঠায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ ভারতের 186 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া ৷ আজ অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন মিচেল মার্শ ৷ তিনি 18 বলে আক্রমণাত্মক 35 রান করে আউট হন ৷ তবে, পাওয়ার প্লে-তে 64 রান তুলে শুরুটা ভালো করেছে ক্যাঙ্গারু ব্রিগেড ৷ স্টিভ স্মিথ যুজবেন্দ্র চহালে শিকার হয়েছেন ৷ তিনি মাত্র 11 রানে আউট হন ৷

আরও পড়ুন:হাতিয়ার সিএবি, দু-কদম পিছিয়ে ফের প্রত্যাবর্তনের শুরু 'প্রশাসক' সৌরভের

এমনকি 18 তম ওভার পর্যন্ত ম্যাচ অস্ট্রেলিয়ার দখলে ছিল ৷ শেষ 2 ওভারে মাত্র 16 রান দরকার ছিল অজিদের ৷ ক্রিজে ছিলেন ওপেনার ফিঞ্চ এবং অলরাউন্ডার টিম ডেভিড ৷ 19 তম ওভারে হর্ষল প্যাটেলের প্রথম বলেই বোল্ড হন ফিঞ্চ (76 রান) ৷ পরের বলে টিম ডেভিডকে রান আউট করেন বিরাট কোহলি ৷ 19তম ওভারে মাত্র 5 রান দেন হর্ষল ৷

আর শেষ ওভারে ভারতীয় দলের অন্যতম সেরা বোলার মহম্মদ শামিকে নিয়ে আসেন রোহিত ৷ এ দিনের প্রস্তুতি ম্যাচে শামি এক আগে একটি ওভারও বল করেননি ৷ সেখানে শেষ ওভারে 11 রান ডিফেন্ড করতে হবে, এই পরিস্থিতিতে শামিকে মোক্ষম ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ দেন অধিনায়ক ৷ আর সুযোগ নষ্ট করেননি তিনি ৷ প্রথম বল থেকে সঠিক লাইন লেন্থ বল করেন শামি ৷ ওভারের তৃতীয় বলে প্যাট কামিন্স আউট হন ৷ লং অন বাউন্ডারিতে একহাতে দুর্দান্ত ক্যাচ নেন বিরাট কোহলি ৷ এর পরের বলে অ্যাশটন আগারকে রান আউট করেন শামি নিজে ৷ আর শেষ দুই বলে সঠিক ইয়র্কারে দুই অজি টেলএন্ডারের অফ স্টাম্প উড়িয়ে দেন মহম্মদ শামি ৷

Last Updated : Oct 17, 2022, 3:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details