পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Dhoni at T20 WC : বাইশ গজে গৌরবগাথার পর ডাগ আউটে 'মেন্টর' ধোনির দিকে থাকবে নজর - মেন্টর ধোনি

বিরাট, রোহিতদের মেন্টর হিসেবে টিম ইন্ডিয়ার ডাগ আউটে থাকবেন মহেন্দ্র সিং ধোনি ৷ মেন ইন ব্লু-র অন্দরে চল্লিশের মাহিকে নতুন ভূমিকায় দেখতে মুখিয়ে ক্রিকেট ভক্তরা ৷ মাঠের বাইরে থেকে বিশ্বকাপে দলের ভাগ্য নিয়ন্ত্রণ করবেন তিনি ৷

T20 WC 2021
T20 WC 2021

By

Published : Oct 17, 2021, 2:07 PM IST

Updated : Oct 17, 2021, 2:55 PM IST

দুবাই, 17 অক্টোবর : ভারতীয় ক্রিকেটে তাঁর গৌরবগাথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ৷ প্রথম টি-20 বিশ্বকাপ জেতানো থেকে 50 ওভারের বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ দেড় শতকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটকে মহেন্দ্র সিং ধোনি অনেক কিছু দিয়েছেন ৷ সেই চাবুক ফর্মের জৌলুস কমলেও ধোনির ক্রিকেট মস্তিষ্ক আজও ক্ষুরধার ৷ তাই এই 40 বছর বয়সেও চেন্নাই সুপার কিংসের হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দিতে সক্ষম তিনি ৷ তবে বছরখানেকের বেশি হয়ে গেল জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন ধোনি ৷ কিন্তু ভারতীয় ক্রিকেটকে তাঁর এখনও অনেক কিছু দেওয়ার বাকি ৷ যে কারণে এবার মেন ইন ব্লু-র ড্রেসিংরুমে অন্য ভূমিকায় ধোনি ৷ ময়দানের বাইরে থাকবে তাঁর ভূমিকা ৷ টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের 'মেন্টর' হিসেবে কাজ করবেন মাহি ৷ বাইশ গজের পর টিম ইন্ডিয়ার ডাগ আউটে মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷

ভারতীয় ক্রিকেটে মেন্টর শব্দটার ব্যাপক গুরুত্ব রয়েছে ৷ যিনি এই ভূমিকায় থাকেন ম্যাচের রণনীতি সাজান, দলের প্রতিটি সদস্যকে উৎসাহ জোগানো এবং পরামর্শ দেন ৷ দু'দুটি বিশ্বকাপ জয়ী ধোনি এক্ষেত্রে পরামর্শদাতার ভূমিকা পালন করবেন বলেই মনে করা হচ্ছে ৷ দীর্ঘ সময় ধরে সীমিত ওভারে তেমন বড় টুর্নামেন্ট জিততে পারেনি ভারত ৷ এক্ষেত্রে ধোনির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় টিম ইন্ডিয়া ৷ বর্তমান দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটার তাঁর নেতৃত্বে খেলে এসেছেন ৷ বিরাট কোহলি মতো অনেকেই রয়েছেন যাঁরা ধোনির নেতৃত্বে ভারতীয় দলে পা রেখেছেন এবং তাঁর পরামর্শ মেনে আজ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারে পরিণত হয়েছেন ৷

আগামী একমাস ধরে ভারতীয় দলের মেন্টর হিসেবে কাজ করার ফায়দা ধোনিও তুলতে পারবেন ৷ এমনিতেই আইপিএল থেকে ধোনির অবসরের গুঞ্জন ভাসছে ৷ আগামী বছর থেকে সিএসকে-র হয়ে মাঠে ধোনিকে দেখা যাবে কি না তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি ক্যাপ্টেন কুল ৷ তবে আগামীবছরেও সিএসকে-র হয়ে খেলার সম্ভাবনা রয়েছে তাঁর ৷ এদিকে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজ়ির তরফেও আগামী বছরের মেগা অকশনে ধোনিকে রিটেন করার কথা জানানো হয়েছে ৷ আইপিএল ফাইনাল ম্যাচের শেষে বলেছিলেন, আমি এখনও সব কিছু ছেড়েছুড়ে দিইনি ৷ ধোনি খেলতে চাইলে সিএসকের সমস্যা নেই ৷ তবে না খেললে সিএসকে-র মেন্টরের পদটার জন্য বিশ্বকাপ থেকেই নিজেকে তৈরি রাখবেন মাহি ৷

আরও পড়ুন :Virat Kohli : শাস্ত্রীর উত্তরসূরী দ্রাবিড়, বিরাট বললেন "নো আইডিয়া"

পরামর্শদাতা হিসেবে টি-20 বিশ্বকাপে ধোনিকে কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে ৷ এই বিষয়গুলিতে ধোনির রায় ভারতীয় টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ ৷ যেমন ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুল নাকি ইশান কিষাণ ৷ এছাড়া হার্দিক পাণ্ডিয়াকে নিয়েও সিদ্ধান্ত নিতে হতে পারে ধোনিকে ৷ শুধুমাত্র ব্যাটার হিসেবে হার্দিক খেলবেন নাকি শার্দুলকে অলরাউন্ডার হিসেবে খেলানো হবে, এই বিষয়ে ধোনির পরামর্শ মূল্যবান হতে চলেছে ৷

Last Updated : Oct 17, 2021, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details