দুবাই, 17 অক্টোবর : ভারতীয় ক্রিকেটে তাঁর গৌরবগাথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ৷ প্রথম টি-20 বিশ্বকাপ জেতানো থেকে 50 ওভারের বিশ্বকাপ জয়, চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ দেড় শতকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটকে মহেন্দ্র সিং ধোনি অনেক কিছু দিয়েছেন ৷ সেই চাবুক ফর্মের জৌলুস কমলেও ধোনির ক্রিকেট মস্তিষ্ক আজও ক্ষুরধার ৷ তাই এই 40 বছর বয়সেও চেন্নাই সুপার কিংসের হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দিতে সক্ষম তিনি ৷ তবে বছরখানেকের বেশি হয়ে গেল জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন ধোনি ৷ কিন্তু ভারতীয় ক্রিকেটকে তাঁর এখনও অনেক কিছু দেওয়ার বাকি ৷ যে কারণে এবার মেন ইন ব্লু-র ড্রেসিংরুমে অন্য ভূমিকায় ধোনি ৷ ময়দানের বাইরে থাকবে তাঁর ভূমিকা ৷ টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের 'মেন্টর' হিসেবে কাজ করবেন মাহি ৷ বাইশ গজের পর টিম ইন্ডিয়ার ডাগ আউটে মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷
ভারতীয় ক্রিকেটে মেন্টর শব্দটার ব্যাপক গুরুত্ব রয়েছে ৷ যিনি এই ভূমিকায় থাকেন ম্যাচের রণনীতি সাজান, দলের প্রতিটি সদস্যকে উৎসাহ জোগানো এবং পরামর্শ দেন ৷ দু'দুটি বিশ্বকাপ জয়ী ধোনি এক্ষেত্রে পরামর্শদাতার ভূমিকা পালন করবেন বলেই মনে করা হচ্ছে ৷ দীর্ঘ সময় ধরে সীমিত ওভারে তেমন বড় টুর্নামেন্ট জিততে পারেনি ভারত ৷ এক্ষেত্রে ধোনির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় টিম ইন্ডিয়া ৷ বর্তমান দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটার তাঁর নেতৃত্বে খেলে এসেছেন ৷ বিরাট কোহলি মতো অনেকেই রয়েছেন যাঁরা ধোনির নেতৃত্বে ভারতীয় দলে পা রেখেছেন এবং তাঁর পরামর্শ মেনে আজ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারে পরিণত হয়েছেন ৷