পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 WC : ভারত থেকে সরে আমিরশাহিতে টি20 বিশ্বকাপ, জানিয়ে দিল বিসিসিআই

ভারত থেকে এই মেগা টুর্নামেন্ট যে সরছে সেই গুঞ্জন আগেই উঠেছিল ৷ আজ তাতে সিলমোহর দিলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷

BCCI
BCCI

By

Published : Jun 28, 2021, 3:36 PM IST

Updated : Jun 28, 2021, 6:29 PM IST

মুম্বই, 28 জুন : ডেডলাইন ছিল 28 জুন পর্যন্ত ৷ শেষদিনে আইসিসিকে বিসিসিআই জানিয়ে দিল, আগামী অক্টোবর-নভেম্বর মাসে টি-20 বিশ্বকাপ ভারতে নয়, সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) অনুষ্ঠিত হবে ৷ বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) এই খবর নিশ্চিত করেছেন ৷ ভারত থেকে এই মেগা টুর্নামেন্ট যে সরছে সেই গুঞ্জন আগেই উঠেছিল ৷ আজ তাতে সিলমোহর দিলেন বিসিসিআই সচিব ৷ তবে ভেনু বদলালেও বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছেই থাকবে ৷

চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের (T20 WC) আসর বসার কথা ছিল ৷ কিন্তু দেশের করোনা পরিস্থিতি সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে ৷ ভারতে করোনা দ্বিতীয় ঢেউের প্রভাব যখন তুঙ্গে তখন আইপিএল আয়োজন করেছিল বিসিসিআই (BCCI) ৷ কিন্তু জৈব সুরক্ষা বলয়ও ক্রিকেটারদের সুরক্ষা দিতে পারেনি ৷ একে একে ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা করোনা আক্রান্ত হতে শুরু করলে টুর্নামেন্ট মাঝপথেই স্থগিত হয়ে যায় ৷

আইপিএল আয়োজনে বড় ধাক্কা খেয়ে দেশের মাটিতে টি-20 বিশ্বকাপের মতো মেগা আসর বসানোর ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই ৷ তাই বিকল্প ভেনু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিকে ধরা হচ্ছিল ৷ টি-20 বিশ্বকাপ যে ভারত থেকে সরছেই তা কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল ৷ সেই গুঞ্জন যে সত্যি তা জয় শাহের কথা থেকেই স্পষ্ট ৷ সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ড সচিব বলেছেন, "টি-20 বিশ্বকাপ যে সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত করা হচ্ছে তা আজই আমরা আইসিসিকে জানিয়ে দিচ্ছি ৷ তবে টুর্নামেন্টের সূচি আইসিসি নির্ধারণ করবে ৷"

আরও পড়ুন : India tour of Sri Lanka : এক ফ্রেমে কোচ দ্রাবিড় ও ক্যাপ্টেন ধাওয়ান, আপ্লুত নেটিজেনরা

কুড়ি বিশের বিশ্বকাপ স্থানান্তরিত হচ্ছে তা ভারতের করোনা পরিস্থিতি দেখে আইসিসি (ICC) ধরেই নিয়েছিল ৷ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা তাই আগেই জানিয়ে দেয়, বিশ্বকাপ যেখানেই হোক আয়োজনের স্বত্ত্ব থাকবে বিসিসিআইয়ের (BCCI) হাতে ৷ ভেনু বদল হলেও টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই ৷ সূচি অনুযায়ী 17 অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ৷ নভেম্বরের মাঝামাঝি সময়ে হবে ফাইনাল ৷

Last Updated : Jun 28, 2021, 6:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details