পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মুম্বইয়ের সিনিয়র দলে প্রথমবার জায়গা পেলেন সচিন-পুত্র অর্জুন - মুম্বইয়ের সিনিয়র দলে জায়গা পেলেন সচিন-পুত্র অর্জুন

এবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য প্রথমে বিসিসিআইয়ের তরফে 20 জনের দল গড়ার কথা বলা হয়েছিল। পরে দলে খেলোয়াড়ের সংখ্যা 2 জন বাড়িয়ে দেওয়া হয়।

Arjun Tendulkar picked in Mumbai's senior squad for first time
মুম্বইয়ের সিনিয়র দলে প্রথমবার জায়গা পেলেন সচিন-পুত্র অর্জুন

By

Published : Jan 2, 2021, 8:59 PM IST

মুম্বই, 2 জানুয়ারি : সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের 22 জনের দলে জায়গা পেলেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। মুম্বইয়ে এখন প্রধান নির্বাচক সলিল আঙ্কোলা। তিনি শনিবার এই কথা জানিয়েছেন। এই প্রথম মুম্বইয়ের সিনিয়র দলে জায়গা পেলেন 21 বছরের এই তরুণ বাঁহাতি পেসার। এতদিন মুম্বইয়ের বিভিন্ন বয়সভিত্তিক দলে জায়গা পেয়েছেন অর্জুন।

এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য প্রথমে বিসিসিআইয়ের তরফে 20 জনের দল গড়ার কথা বলা হয়েছিল। পরে দলে খেলোয়াড়ের সংখ্যা 2 জন বাড়িয়ে দেওয়া হয়। সেইমতো শনিবার 22 জনের দল বেছে নেওয়া হয়। আগামী 10 জানুয়ারি থেকে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। টি-20 ফরম্যাটে এই প্রতিযোগিতা খেলা হবে।

সচিনের ছেলে অর্জুন মুম্বইয়ের হয়ে বয়সভিত্তিক দলে বিভিন্ন প্রতিযোগিতায় যেমন অংশগ্রহণ করেছেন, তেমনই তিনি খেলেছেন ভারতের অনূর্ধ্ব-19 ক্রিকেট দলেও। ওই দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন অর্জুন। ভারতীয় সিনিয়র দলে নেট বোলার হিসেবেও তাঁকে দেখা গিয়েছে।

আরও পড়ুন:সৌরভের দ্রুত আরোগ্য কামনা সচিনের

এবার মুম্বইয়ের দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। যিনি এবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ভালো পারফর্ম করেছেন। ফলে এই প্রতিযোগিতায় তাঁর নেতৃত্ব দল ভালো খেলবে বলেই অনেকের আশা।

ABOUT THE AUTHOR

...view details