জোহানেসবার্গ, 22 ডিসেম্বর : বিশ্বজুড়ে ত্রাসের সঞ্চার করেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন ৷ সেই নতুন প্রজাতির আঁতুড়ঘর দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তে রয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ আগামী 26 ডিসেম্বর বক্সিং-ডে টেস্ট দিয়ে প্রোটিয়া সফরে অভিযান শুরু করবেন কোহলি-বুমরারা ৷ স্বাভাবিকভাবেই ওমিক্রন আবহে সফরকারী দলের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (South Africa Cricket Board take utmost safety measures for Indian Cricket Team) ৷ একইসঙ্গে সিরিজ যাতে মাঝপথে স্থগিত না হয়, তা নিশ্চিত করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে এলগার-ডি'ককদের ক্রিকেট বোর্ড ৷
তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বিসিসিআই'কে আশ্বস্ত করে জানিয়েছে সীমান্ত পারাপারে যদি ফের নিষেধাজ্ঞা নেমে আসে, তবে ভারতীয় দল তৎক্ষণাৎ দেশের বিমান ধরতে পারে ৷ একইসঙ্গে ভারতীয় ক্রিকেটারদের যদি কোনও কারণে হাসপাতালে ভর্তি করতে হয়, তার বন্দোবস্ত ইতিমধ্যেই সেরে রেখেছে দক্ষিণ আফ্রিকা বোর্ড (India players guaranteed hospital beds in South Africa by CSA) ৷