কলকাতা, 26 জুলাই: 5 অগস্ট সিএবি-তে আইসিসির প্রতিনিধিরা পরিদর্শনে আসছেন । সঙ্গে থাকবেন বিসিসিআই-এর প্রতিনিধিরাও । তারা ইডেনের পরিকাঠামো খতিয়ে দেখবেন । পাকিস্তানের প্রতিনিধি দলেরও আসার কথা । তবে তারা কবে ভারতে এবং কলকাতায় আসবেন তা জানা যায়নি । বোর্ডের যুগ্ম-সচিব দেবজিৎ সইথিয়া বিশ্বকাপে কলকাতা, মুম্বই এবং তিরুঅন্তপুরমের দায়িত্বে রয়েছেন । তাই তিনিও ইডেনে বিশ্বকাপের প্রস্তুতি কেমন চলছে তা দেখতে 5 অগস্ট আসবেন । তবে এই ব্যাপারে সিএবির তরফে এখনও মুখ খোলা হয়নি ।
বিশ্বকাপের আয়োজন উপলক্ষে ইডেন জুড়ে এখন ব্যস্ততা । বুধবার সন্ধ্যায় ইডেনে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ দুই যুগ্ম-সচিবের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন তিনি । বিশ্বকাপের কোনও আয়োজক কমিটিতে থাকতে রাজি নন । তবে তিনি সিএবিতে মাঝে মাঝে আসবেন এই ব্যাপারে কর্তাদের কথা দিয়ে গিয়েছেন । এদিকে 30 সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা । মিটিংয়ের আলোচ্যসূচি ঠিক না-হলেও আলোচনায় আসন্ন বিশ্বকাপ থাকবে বলাই বাহুল্য ।