কলকাতা, 8 জুলাই: বিশ্বকাপ নিয়ে স্মৃতিমেদুর সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ 1983 ও 2011 সালের বিশ্বকাপ জয়ের ছবি সৌরভের সবচেয়ে প্রিয় মুহূর্ত ৷ 1983 সালে কপিল দেবের ভারত দেখিয়েছিল, আমরাও বিশ্বসেরা হতে পারি ৷ আর তারপর 2011 সালে ধোনির ভারতের কাপ জয় তারিয়ে উপভোগ করেছিলেন প্রাক্তন অধিনায়ক ৷ 51 বছরের জন্মদিনে বিশ্বকাপের সেরা মুহূর্তের হিসেবে এগুলিকেই তুলে ধরলেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷
নিজে অধিনায়ক হিসেবে 2003 সালে বিশ্বকাপ ফাইনাল খেললেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ৷ সেই দলের অনেক সদস্যকে 2011 সালের কাপ জয়ের কারিগর হতে দেখে খুশি হয়েছিলেন সৌরভ ৷ আর 2023 বিশ্বকাপে ঘরের মাঠে ভারত ছাড়াও সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে দেখছেন সৌরভ ৷ তবে, পাকিস্তান শেষ চারে পৌঁছতে পারলে, ভারতের সঙ্গে ইডেনে খেলা হবে ৷ সেই আশায় রয়েছেন সৌরভ ৷
শোনা গিয়েছে সিএবি সৌরভকে আয়োজক কমিটিতে রাখতে চায় ৷ ইডেনে বিশ্বকাপের পাঁচ ম্যাচের আয়োজন নিয়ে শুক্রবার অ্যাপেক্স কমিটির বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু, তা পিছিয়ে সোমবার সন্ধ্যা 6টায় করার কথা বলা হয়েছে ৷ সৌরভ জানিয়েছেন তিনি কমিটিতে থাকতে চান না ৷ অন্যদিকে, জন্মদিনে 'সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস' নামে অনলাইন লিডারশিপ ট্রেনিং অ্যাপ চালু করলেন সৌরভ ৷ যেখানে বাংলা ও ইংরাজি দু’রকম ভাষাতেই এই লিডারশিপ ট্রেনিং অ্যাপ চালু করেছেন তিনি ৷