পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Ganguly: 83 ও 11’র বিশ্বকাপই সেরা স্মৃতি, 51তম জন্মদিনে জানালেন মহারাজ - Sourav Ganguly Birthday

পরিবারের সঙ্গে জন্মদিন পালন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বাড়িতে পরিবারের সঙ্গে ছিমছামভাবেই জন্মদিন পালন করলেন ৷ এমনকি তাঁর ফ্যানক্লাবের সদস্যদের সঙ্গেও পালন করলেন জন্মদিন ৷

Sourav Ganguly ETV BHARAT
Sourav Ganguly ETV BHARAT

By

Published : Jul 8, 2023, 9:07 PM IST

51 বছরের জন্মদিনে পরিবারের সঙ্গে সৌরভ

কলকাতা, 8 জুলাই: বিশ্বকাপ নিয়ে স্মৃতিমেদুর সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ 1983 ও 2011 সালের বিশ্বকাপ জয়ের ছবি সৌরভের সবচেয়ে প্রিয় মুহূর্ত ৷ 1983 সালে কপিল দেবের ভারত দেখিয়েছিল, আমরাও বিশ্বসেরা হতে পারি ৷ আর তারপর 2011 সালে ধোনির ভারতের কাপ জয় তারিয়ে উপভোগ করেছিলেন প্রাক্তন অধিনায়ক ৷ 51 বছরের জন্মদিনে বিশ্বকাপের সেরা মুহূর্তের হিসেবে এগুলিকেই তুলে ধরলেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷

নিজে অধিনায়ক হিসেবে 2003 সালে বিশ্বকাপ ফাইনাল খেললেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ৷ সেই দলের অনেক সদস্যকে 2011 সালের কাপ জয়ের কারিগর হতে দেখে খুশি হয়েছিলেন সৌরভ ৷ আর 2023 বিশ্বকাপে ঘরের মাঠে ভারত ছাড়াও সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে দেখছেন সৌরভ ৷ তবে, পাকিস্তান শেষ চারে পৌঁছতে পারলে, ভারতের সঙ্গে ইডেনে খেলা হবে ৷ সেই আশায় রয়েছেন সৌরভ ৷

শোনা গিয়েছে সিএবি সৌরভকে আয়োজক কমিটিতে রাখতে চায় ৷ ইডেনে বিশ্বকাপের পাঁচ ম্যাচের আয়োজন নিয়ে শুক্রবার অ্যাপেক্স কমিটির বৈঠক হওয়ার কথা ছিল ৷ কিন্তু, তা পিছিয়ে সোমবার সন্ধ্যা 6টায় করার কথা বলা হয়েছে ৷ সৌরভ জানিয়েছেন তিনি কমিটিতে থাকতে চান না ৷ অন্যদিকে, জন্মদিনে 'সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস' নামে অনলাইন লিডারশিপ ট্রেনিং অ্যাপ চালু করলেন সৌরভ ৷ যেখানে বাংলা ও ইংরাজি দু’রকম ভাষাতেই এই লিডারশিপ ট্রেনিং অ্যাপ চালু করেছেন তিনি ৷

এ বছর জন্মদিনে যে খুব একটা হইচই হবে না, সেটা আগেই জানিয়েছিলেন সৌরভ ৷ 50 বছরের জন্মদিন লন্ডনে পালন করেছিলেন পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ৷ আর 51 বছরের জন্মদিন সৌরভ পালন করলেন বাড়িতে স্ত্রী ডোনা এবং কন্যা সানাকে নিয়ে ৷ কলেজের ছুটিতে লন্ডন থেকে কলকাতায় এসেছেন সানা ৷ তাঁদের উপস্থিতিতে বাড়িতে শনিবার রাত 12টায় কেক কাটলেন মহারাজ ৷ সব মিলিয়ে ঘরোয়া ছিমছাম পরিবেশে সৌরভ পালন করলেন তাঁর 51 বছরের জন্মদিন ৷

আরও পড়ুন:জন্মদিনে সৌরভের নেতৃত্বে 'মাস্টার ক্লাস'

অন্যান্য বছরের তুলনায় বাড়ির সামনে ভিড়টাও ছোটখাটো ছিল এবার ৷ মহারাজের দরবার বলে সৌরভের ফ্যান গ্রুপ সকালে বাড়ির সামনে কেক মিষ্টি ব্যানার নিয়ে উপস্থিত হয়েছিল ৷ সৌরভ তিনদিন আগে লন্ডন থেকে শহরে ফিরেছেন ৷ আইপিএলে দিল্লি ক্যাপিট্যালসের পরামর্শদাতার দায়িত্ব শেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্য দিতে গিয়েছিলেন ৷ আপাতত আর বাইরে যাওয়ার ইচ্ছে নেই বলে জানিয়েছেন ৷ জন্মদিনের উৎসব সেভাবে পালন না করলেও, শুভেচ্ছাবার্তায় ভেসে গেলেন তিনি ৷ প্রাক্তন সতীর্থ থেকে বিসিসিআই, দাদার জন্য শুভেচ্ছার ডালি উজাড় করলেন সকলেই ৷

ABOUT THE AUTHOR

...view details