কলকাতা, 8 জুলাই: তাঁর নেতৃত্বে নতুন করে বিশ্ব ক্রিকেটকে চিনেছিল ভারত ৷ সেই সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর 51 বছরের জন্মদিনে অনুরাগীদের জন্য একটি নতুন অ্যাপলিকেশন আনলেন ৷ ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’, যে অ্যাপে শেখা যাবে কীভাবে নেতৃত্ব দিতে হয় ৷ তা যে কোনও ক্ষেত্রেই হতে পারে ৷ 16 বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ সেই সব অভিজ্ঞতাকে একত্রিত করে এই নতুন অ্যাপটি আনলেন তিনি ৷ দু’দিন আগেই সৌরভ সোশাল মিডিয়ায় একটি নতুন ঘোষণার কথা জানিয়েছিলেন ৷ জন্মদিনে এই অ্যাপের উন্মোচন করে, সেই রহস্যের পর্দা তুললেন তিনি ৷
ক্রিকেট মাঠে প্রতিপক্ষের চোখে চোখ রেখে নেতৃত্ব দেওয়া শিখিয়ে ছিলেন তিনি ৷ বিদেশের মাঠেও আত্মবিশ্বাসের সঙ্গে কীভাবে ম্যাচ জিততে হয় ? তার পথ দেখিয়েছিলেন ৷ সেই সব অভিজ্ঞতাকে একত্রিত করে এবার অললাইন কোর্স চালু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেখানো হবে, কীভাবে নেতৃত্ব দিতে হয় ? নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে আত্মবিশ্বাসের দরকার, তার মূলমন্ত্র দেওয়া হবে ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’-এ ৷
এ দিন দুপুরে একটি পোস্ট করেন সৌরভ ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘16 বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা এবং তার পরেও অংসখ্য ম্যাচ... এই 51 বছরের জন্মদিনে আমি আমার সমস্ত শিক্ষাকে আপনাদের জন্য একত্রিত করলাম ৷ সেগুলি এবার আপনাদের ! ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’, নেতৃত্ব নিয়ে আমার প্রথম অনলাইন কোর্সের একটি অ্যাপ ৷’’