কলকাতা, 7 অস্ট্রেলিয়া: লিগ শীর্ষে থেকেই বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবে ভারত ৷ চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত ৷ আর আটে আট করার ক্ষেত্রে ব্যাটারদের সঙ্গে পাল্লা দিয়ে বড় ভূমিকা রেখেছে দলের বোলিং বিভাগ ৷ 16টি উইকেট নিয়ে বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন মহম্মদ শামি ৷ তারপরেই রয়েছেন দলের আরেক স্তম্ভ জসপ্রীত বুমরা ৷ এমনকি কুলদীপ চায়নাম্যান কুলদীপ যাদবও অসাধারণ পারফরম্যান্স করে 12টি উইকেট তুলেছেন ৷ কিন্তু, পিছন থেকে নীরবে যিনি নিজের কাজ করে চলেছেন, তিনি ‘স্যর’ রবীন্দ্র জাদেজা ৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে সেভাবে জাদেজার পারফরম্যান্স নজরে আসেনি ৷ কিন্তু, উইকেট শিকারের তালিকায় ভারতীয় বোলারদের মধ্যে তিন নম্বরে রয়েছেন তিনি ৷ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত 8 ম্যাচে 14 উইকেট নিয়েছেন তিনি ৷ দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে পর্যন্ত 7 ম্যাচে 9টি উইকেট ছিল তাঁর ৷ তবে, শুধু বোলিং নয় ৷ ব্যাটিংয়েও সাত নম্বরে নেমে ভারতের স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ রান যোগ করছেন রবীন্দ্র জাদেজা ৷
এই বিশ্বকাপে তিনবার ব্যাট করতে নেমে নট-আউট থেকেছেন তিনি ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে একটা সময় চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ 274 রান তাড়া করতে গিয়ে পরপর কেএল রাহুল এবং সূর্যকুমারের উইকেট হারায় দল ৷ সেখানে বিরাট কোহলির সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ভারতকে জয় এনে দেন জাড্ডু ৷ উইনিং শটও তাঁর ব্যাট থেকেই আসে ৷ সেই ম্যাচে 44 বলে 39 রান করেছিলেন তিনি ৷ এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে 46 ওভারের মধ্যে সব ব্যাটার আউট হয়ে গিয়েছিল ৷ সেখানে লোয়ার-অর্ডারকে সঙ্গে নিয়ে ভারতকে 357 রানে পৌঁছে দেন ৷ সেই ম্যাচেও 24 বলে 35 রান করেন তিনি ৷