কলকাতা, 25 অগস্ট:আইসিসি ওডিআই র্যাংকিংয়ে (ICC ODI Rankings) বড় লাফ দিলেন ভারতীয় দলের ওপেনার শুভমান গিল (Shubman Gill)। 45 ধাপ লাফিয়ে তিনি 38তম স্থানে উঠে এসেছেন । জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওডিআই সিরিজে দারুণ খেলেছেন পঞ্জাব-তনয় । তারই পুরস্কার গিয়েছে তাঁর ঝুলিতে ৷
হারারেতে শেষ ওডিআই-তে তিনি শতরান করেছেন । 97 বলে 130 রান এসেছে তরুণের চওড়া ব্যাট থেকে । অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে না-খেললেও 744 রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রইলেন বিরাট । এছাড়াও জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজে বিশ্রাম নেওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মাও ষষ্ঠ স্থানেই রয়েছেন।