কলকাতা, 17 মার্চ: 2023 এশিয়া কাপ খেলতে জন্য ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ার প্রশ্নই ওঠে না। এমনটাই মনে করেন প্রাক্তন অফস্পিনার হরভজন সিং ৷ তাঁর কথায়, পাকিস্তানে গেলে ভারতীয় দলের সামনে একাধিক ঝুঁকি থাকবে ৷ সেই দিক থেকে এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান (Should India Travel to Pakistan for Asia Cup 2023) ৷ প্রসঙ্গত, এশিয়া কাপে ভারতের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়ার কথা রয়েছে ৷ এসিসি-র বৈঠকে তেমনটাই প্রস্তাব পেশ করেছেন কাউন্সিলের সভাপতি জয় শাহ ৷
হরভজন সিং ভারতের পাকিস্তানে না-যাওয়ার প্রসঙ্গে জানান, ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া উচিত নয় ৷ সেখানে কোনও নিরাপত্তা নেই ৷ তাঁর প্রশ্ন, কেন বিসিসিআই এবং ভারত সরকার ঝুঁকি নিয়ে এমন একটা দেশে দল পাঠাবে ? সেদেশের নাগরিকরাই নিরাপত্তার অভাববোধ করেন ৷ উল্লেখ্য, এই নিরাপত্তা ইস্যুতেই বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে না-পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ আর এনিয়ে দুই বোর্ডের মধ্যে তীব্র বিবাদ শুরু হয়েছে ৷ এমনকী রামিজ রাজা পিসিবি চেয়ারম্যান থাকাকালীন এই ইস্যুতে পাকিস্তান দলকে বিশ্বকাপ খেলতে ভারতে না-পাঠানোর হুমকিও দিয়েছিলেন ৷