ব্রিস্টল (ইংল্যান্ড), 28 জুন : সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই অভিষেক করলেন শেফালি বর্মা ৷ রবিবার ব্রিস্টলে ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন 17 বছরের শেফালি বর্মা ৷ তাঁর হাতে জাতীয় দলের ক্যাপ তুলে দেন অধিনায়ক মিতালি রাজ ৷ এর আগে মাত্র 15 বছর 239 দিন বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-20 ম্যাচে অভিষেক হয় তাঁর ৷ এর পর জুনের মাঝামাঝি ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্ট ক্রিকেটে অভিষেক করেন শেফালি বর্মা ৷ সিরিজের একমাত্র টেস্টের দুই ইনিংসে অর্ধ শতরান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন শেফালি ৷
তবে, একদিনের আন্তর্জাতিকে তাঁর অভিষেক বাকি ছিল ৷ 27 জুন ইংল্যান্ডের বিরুদ্ধেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন তিনি ৷ তবে, টি-20 ও টেস্ট ম্যাচে যে দাপটের সঙ্গে শুরু করেছিলেন শেফালি, তা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে করতে পারেননি তিনি ৷ ওপেন করতে নেমে মাত্র 15 রানে ফিরে যান শেফালি ৷ আর রবিবার একদিনের ক্রিকেটে সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে তিন ফরম্যাটেই অভিষেক করলেন হরিয়ানার মেয়ে ৷