পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

SRK Congratulates Russell : ধ্বংসাত্মক ব্যাটিংয়ে তৃপ্ত শাহরুখও, ম্যাচ শেষে মাতলেন রাসেল বন্দনায় - Shah Rukh Khan congratulates Andre Russell

23 রানে 4 উইকেট নিয়ে উমেশ নেতৃত্ব দিলেন দলের পেস বিভাগকে ৷ পাশাপাশি স্পিনারদের যোগ্য সঙ্গতে এদিন প্রথমে ব্যাট করে 137 রানে গুটিয়ে যায় পঞ্জাব কিংস (PBKS bundled out for 137 runs) ৷

SRK Congratulates Russell
ধ্বংসাত্মক ব্যাটিংয়ে তৃপ্ত শাহরুখও, ম্যাচ শেষে মাতলেন রাসেল বন্দনায়

By

Published : Apr 2, 2022, 11:46 AM IST

মুম্বই, 2 এপ্রিল :দ্রে রাসের ব্যাটে এরকম একটা ধ্বংসাত্মক ইনিংস দেখতেই বোধহয় হা-পিত্যেশ করে বসেছিল নাইট-জনতা ৷ গ্র্যান্ড অকশানের আগে ক্যারিবিয়ান ক্রিকেটারকে রিটেইন করা নিয়ে কথা তো কম হয়নি ৷ তাই শুক্রবার ওয়াংখেড়েতে আন্দ্রে রাসেল ব্যাট হাতে নিজে কেবল সমালোচকদের চুপ করালেন না, জামাইকান ব্যাটিং দৈত্য ব্যাট ধরলেন ম্যানেজমেন্টের হয়েও ৷ ব্যাট হাতে ভরসার শালগ্রাম শিলাকে চেনা ছন্দে দেখে তৃপ্ত দলের মালিকও ৷ ম্যাচ শেষে টুইটে রাসেল-বন্দনায় মাতলেন শাহরুখ খান (Shah Rukh Khan congratulates Andre Russell) ৷

মাইক্রোব্লগিং সাইটে শুক্রবার ম্যাচের পর কিং খান লেখেন, "ওয়েলকাম ব্যাক বন্ধু রাসেল ৷ বহুদিন পর বলগুলোকে এভাবে উড়ে উড়ে গ্যালারিতে পড়তে দেখলাম ! তোমার আঘাতে বলও যেন প্রাণ পায় ৷ উমেশও অসাধারণ ৷ শ্রেয়স অ্যান্ড টিং ওয়েল ডান ৷ শুভরাত্রি ৷"

2021 আইপিএলের পুরোটা সময় ডাগ-আউটে বসে কাটানো উমেশ যাদব অনবদ্য পঞ্জাবের বিরুদ্ধে ৷ 23 রানে 4 উইকেট নিয়ে নেতৃত্ব দিলেন দলের পেস বিভাগকে ৷ পাশাপাশি স্পিনারদের যোগ্য সঙ্গতে এদিন প্রথমে ব্যাট করে 137 রানে গুটিয়ে যায় পঞ্জাব কিংস (PBKS bundled out for 137 runs) ৷

আরও পড়ুন : রাসেল সংহারে ফিরল স্বস্তি, পঞ্জাবকে উড়িয়ে শীর্ষে নাইটরা

রান তাড়া করতে নেমে রাসেলের বহু প্রতীক্ষিত ধ্বংসাত্মক ব্যাটিং 33 বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেয় ৷ টপ-অর্ডার ব্যর্থ হলেও 31 বলে বিস্ফোরক 70 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দ্রে রাস (Andre Russell hits 70 runs from 31 balls) ৷ 24 বলে অপরাজিত থেকে যান স্যাম বিলিংসও ৷ রাসেলের ইনিংস সাজানো ছিল 8টি বিশাল ছক্কায় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details