সিডনি, 26 অক্টোবর: বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট যেন পাকিস্তান ম্যাচের মতো কথা না-বলে ৷ বিশ্বকাপের দ্বিতীয় ম্য়াচে টিম ইন্ডিয়ার মুখোমুখি হওয়ার আগে এমনই ইচ্ছেপ্রকাশ করলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস (Scott Edwards on Virat Kohli) ৷ ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলন এসে ডাচ দলনায়ক জানালেন, বিরাট মেলবোর্নে যেটা করেছেন সেটা অবাস্তব (Edwards says what Virat did at Melbourne is surreal) ৷
তবে ভারতের বিরুদ্ধে নামার আগে তাঁদের প্রতি যে প্রত্যাশার চাপ কম, তা স্বীকার করে নিয়েছেন এডওয়ার্ডস ৷ ডাচ কোচ এদিন সাংবাদিক সম্মেলনে এসে বলেন, "খুব একটা কেউ আমাদের থেকে জয় প্রত্যাশা করছেন না ৷ তাই আমাদের উপর প্রত্যাশার চাপ বিশেষ নেই ৷" তিনি আরও জানান, বিশ্ব ক্রিকেটের সুপারস্টারদের নিয়ে তৈরি একটা দলের বিরুদ্ধে নামাটাই চ্যালেঞ্জ ৷ আর সেই দলের বিরুদ্ধে তারা সাধ্যমতো সেরা পারফরম্যান্স তুলে ধরতে চান ৷