মুম্বই, 5 জানুয়ারি: ঋষভ পন্তকে (Rishabh Pant) চিকিৎসার জন্য বুধবার সন্ধ্যায় মুম্বইয়ের আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি করা হয়েছে। ঋষভ পন্তকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই দেরাদুন থেকে মুম্বইয়ে বিমানে করে নিয়ে যাওয়া হয়। হাঁটু এবং পায়ে যে আঘাত হয়েছে তাতে চিকিৎসা করা হবে । পাশাপাশি অর্থোপেডিক সার্জন দিনেশ পাদ্রিওয়ালার তত্ত্বাবধানে এই তারকা ক্রিকেটারের লিগামেট সার্জারি (Ligament Surgery)।
গাড়ি দুর্ঘটনায় পন্তের ডান হাঁটুর লিগামেন্টে গুরুতর আঘাত লেগেছিল। ওষুধে তেমন কাজ না-হওয়ায় পন্তের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁ-হাতি উইকেটরক্ষক-ব্যাটারের ডান পায়ের গোড়ালিতেও গুরুতর আঘাত রয়েছে। হাসপাতালের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং অর্থোস্কোপি অ্যান্ড সোল্ডার সার্ভিসের ডিরেক্টর দিনেশ পাদ্রিওয়ালার নেতৃত্বে পন্তের চিকিৎসা হবে বলে জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। ঝুঁকি এড়াতে দু'দিন আগেই পন্তকে দেহরাদূনের হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
সেখানে পন্তের মুখের প্লাস্টিক সার্জারি করা হয়। যদিও তাঁর হাঁটু এবং গোড়ালির এমআরআই করা যায়নি। কারণ দু’টি জায়গাই বেশ ফুলে ছিল। ঠিক কবে হবে এই অস্ত্রোপচার সে বিষয়ে হাসপাতাল ও বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও তথ্য দেওয়া হয়নি। কিন্তু গতকাল ঋষভকে হাসপাতালে ভরতি করার পর তাঁর প্রাথমিক কিছু পরীক্ষা করা হয়েছে। এরপর লিগামেন্ট সার্জারি হবে, এমনটাই জানানো হয়েছে চিকিৎসকের তরফে।
আরও পড়ুন:এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বইয়ে ঋষভ, নিয়ে আসা হল কোকিলাবেন হাসপাতালে
30 ডিসেম্বর, শুক্রবার রাতে তাঁর গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিলেন ৷ দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার সময় রাস্তাতে দুর্ঘটনার সম্মুখীন হন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর সেখান থেকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ কিন্তু ঋষভের হাঁটুতে গুরুতর চোট পাওয়ায় লিগামেন্ট সার্জারির জন্য মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁর চিকিৎস ঠিকভাবে চলছে কি না নজর রাখছে বিসিসিআই। পুরোপুরি সুস্থ হতে প্রায় ছয় থেকে সাত মাস সময় লাগতে পারে । স্বভাবতই ততদিন ক্রিকেট থেকে দূরেই থাকতে হবে তাঁকে ৷