পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IPL 2022 : এবার আইসোলেশনে পন্টিং, কোচকে ছাড়াই আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস - এবার আইসোলেশনে পন্টিং, কোচকে ছাড়াই আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস

পরিবারের এক সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে দিল্লি কোচ রিকি পন্টিংকে (Ricky Ponting isolated after one of his family member tests positive for COVID-19) ৷

IPL 2022
এবার আইসোলেশনে পন্টিং, কোচকে ছাড়াই আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস

By

Published : Apr 22, 2022, 6:33 PM IST

Updated : Apr 22, 2022, 7:18 PM IST

মুম্বই, 22 এপ্রিল :কোভিড সংক্রমণ পিছু ছাড়ছে না ঋষভ পন্থের দলকে ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে আবারও ভাইরাস সংক্রমণ দিল্লি ক্যাপিটালস শিবিরে ৷ সংক্রমণের জেরে শুক্রবার সন্ধেয় কোচ রিকি পন্টিংকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দলকে ৷ তবে রিকি পন্টিং কোভিড আক্রান্ত নন ৷ তাঁর পরিবারের এক সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে 'পান্টার'-কে (Ricky Ponting isolated after one of his family member tests positive for COVID-19) ৷

রয়্যালস ম্যাচের দিন বিকেলে দিল্লি ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানায়, "যদিও রিকি পন্টিংয়ের জোড়া করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তবু দলের স্বার্থে ম্যানেজমেন্ট এবং মেডিক্যাল টিম কোচকে আগামী পাঁচদিন আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ যেহেতু তিনি পরিবারের আক্রান্ত সদস্যের সংস্পর্শে ছিলেন ৷"

আরও পড়ুন : পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে দিল্লি শিবিরে ফের কোভিডের হানা

পন্টিংয়ের পরিবারকেও আইসোলেশনে বাড়তি যত্নে রাখা হয়েছে বলে বিবৃতিতে জানায় দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ ৷ স্বভাবতই শুক্রবার রাতে ডাগ-আউটে কোচকে ছাড়াই মাঠে নামছে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি ৷ গত 15 এপ্রিল প্রথম ভাইরাসের কবলে পড়েছিলেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট ৷ এরপর দিল্লি শিবিরে লাগাতার করোনা সংক্রমণ বাকি দলগুলোর কাছে রীতিমত দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ৷

গত বুধবার পঞ্জাব কিংসের ম্যাচের দিনও করোনা সংক্রামিত হয়েছিলেন কিউয়ি স্টাম্পার ব্যাটার টিম সেইফার্ট ৷ যদিও ম্যাচে তার প্রভাব পড়েনি ৷ পঞ্জাবকে 9 উইকেট হারিয়ে চলতি টুর্নামেন্টে তৃতীয় জয় তুলে নেয় পন্থের দল ৷

Last Updated : Apr 22, 2022, 7:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details