মুম্বই, 22 এপ্রিল :কোভিড সংক্রমণ পিছু ছাড়ছে না ঋষভ পন্থের দলকে ৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামার আগে আবারও ভাইরাস সংক্রমণ দিল্লি ক্যাপিটালস শিবিরে ৷ সংক্রমণের জেরে শুক্রবার সন্ধেয় কোচ রিকি পন্টিংকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে দলকে ৷ তবে রিকি পন্টিং কোভিড আক্রান্ত নন ৷ তাঁর পরিবারের এক সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে 'পান্টার'-কে (Ricky Ponting isolated after one of his family member tests positive for COVID-19) ৷
রয়্যালস ম্যাচের দিন বিকেলে দিল্লি ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানায়, "যদিও রিকি পন্টিংয়ের জোড়া করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ তবু দলের স্বার্থে ম্যানেজমেন্ট এবং মেডিক্যাল টিম কোচকে আগামী পাঁচদিন আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ যেহেতু তিনি পরিবারের আক্রান্ত সদস্যের সংস্পর্শে ছিলেন ৷"