পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

BCCI Annual Contract List: বোর্ডের বার্ষিক চুক্তিতে পদোন্নতি জাদেজার, রোহিত-কোহলিদের সঙ্গে একসারিতে সৌরাষ্ট্র অলরাউন্ডার - ক্রিকেটারদের বার্ষিক চুক্তি প্রকাশ করল বিসিসিআই

বার্ষিকচুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই (BCCI Annual Contract List) ৷ যে তালিকা অনুযায়ী, রোহিত, বিরাট, বুমরার সঙ্গে এ প্লাস ক্যাটাগরিতে উঠে এলেন রবীন্দ্র জাদেজা ৷

BCCI Annual Contract List ETV BHARAT
BCCI Annual Contract List

By

Published : Mar 27, 2023, 4:51 PM IST

মুম্বই, 27 মার্চ: 2022-23 মরশুমে ক্রিকেটারদের বার্ষিক চুক্তি প্রকাশ করল বিসিসিআই ৷ তালিকায় গ্রেড এ-প্লাসে পদোন্নতি হল অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja Promoted to Grade A Plus) ৷ অর্থাৎ, নতুন চুক্তি অনুযায়ী বিসিসিআই এর বার্ষিক 7 কোটি টাকার বেতনভুক ক্রিকেটারদের তালিকায় উঠে এলেন সৌরাষ্ট্র ক্রিকেটার ৷ গ্রেড এ-প্লাস ক্যাটাগরিতে জাদেজা ছাড়াও রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা ৷ 2022 সালের অক্টোবর থেকে এই চুক্তি কার্যকর হয়েছে ৷ চলবে 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত ৷

বোর্ডের গ্রেড এ তালিকাভুক্ত ক্রিকেটাদের তালিকায় রয়েছেন হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্ত এবং অক্ষর প্যাটেল ৷ এই 5 ক্রিকেটারের সঙ্গে বার্ষিক 5 কোটি টাকা বেতনের চুক্তি করেছে বিসিসিআই ৷ গ্রেড বি-তে রয়েছেন চেতেশ্বর পূজারা, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব এবং শুভমন গিল ৷ চুক্তি অনুযায়ী, তাঁদের বার্ষিক বেতন 3 কোটি টাকা ৷

গ্রেড সি তালিকায় রয়েছেন মোট 11 জন ক্রিকেটার ৷ তাঁরা হলেন উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দূল ঠাকুর, ঈশান কিষাণ, দীপক হুডা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিং এবং কেএল ভরত ৷ সি গ্রেডের তালিকাভুক্ত ক্রিকেটাররা বার্ষিক 1 কোটি টাকা বেতনের চুক্তিভুক্ত ৷

আরও পড়ুন:চিপক থেকেই অবসর নিতে পারেন ধোনি

উল্লেখ্য, গতবছর ভারতীয় মহিলা ক্রিকেট দলকেও পুরুষদের সমহারে বেতনের তালিকায় তুলে এনেছে বিসিসিআই ৷ সেখানে অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা গ্রেড এ প্লাস ক্যাটাগরির তালিকাভুক্ত হয়েছিলেন ৷ বিসিসিআই এর প্রকাশিত নতুন তালিকা বিশ্বকাপের আগে পর্যন্ত কার্যকর থাকবে ৷ চোটের সারিয়ে প্রত্যাবর্তনে বর্ডার-গাভাসকর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার এই উত্থানের নেপথ্য কারণ ৷

দীর্ঘ 5 মাস মাঠের বাইরে থাকার পর টেস্ট সিরিজে ফিরেই প্রথম দুই টেস্টে বল ও ব্যাটে অসাধারণ পারফর্ম করেছিলেন রবীন্দ্র জাদেজা ৷ এমনকী সিরিজের সেরাও হয়েছিলেন তিনি ৷ ওয়ান-ডে সিরিজেও জাদেজা প্রথম ম্যাচে সেরা হয়েছিলেন অলরাউন্ড পারফরম্যান্স করে ৷

ABOUT THE AUTHOR

...view details